Qualitative Chemistry (গুণগত রসায়ন)
Knowledge Based Questions
১. দ্রাব্যতা কাকে বলে?
২.মােলার দ্রাব্যতা কাকে বলে?
৩. দ্রবণ কাকে বলে?
৪. নেসলার দ্রবণ কী?
৫. সম-আয়ন প্রভাব কি?
৬.কেলাসন কি?
৭.আংশিক পাতন কি?
৮.নিম্নচাপ পাতন কি?
৯. পাতন কাকে বলে?
১০. উদ্বায়ী তরল কাকে বলে?
১১. বাষ্পপাতন কাকে বলে? ১২. ক্রোমাটোগ্রাফী কী
১৩. বাষ্প চাপ কী? ১৪. Rf কি? ১৫. বণ্টন সূত্র কী? ১৬. পরিস্রাবণ কাকে বলে? ১৭. উর্ধ্বপাতন কাকে বলে? ১৮. দ্রাবক নিষ্কাশন কাকে বলে?
ভূমিকা
আমাদের চারপাশে দৃশ্যমান প্রতিটি বস্তু কোন না কোন রাসায়নিক উপাদান দ্বারা তৈরি। কোন একটি পদার্থ কি কি উপাদান দ্বারা গঠিত তা রসায়নের যে শাখায় আলোচিত হয় তাকে গুণগত রসায়ন (Quantitative Chemistry) বলে। গুণগত রসায়নে পদার্থের ক্ষুদ্রতম উপাদান সম্পর্কে ধারণা লাভ করা যায়।. গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কর্তৃক প্রদত্ত ধারণা পদার্থের ক্ষুদ্রতম অংশ এবং এর উপর ভিত্তি করে এই অধ্যায়ের আলোচনার সূচনা ঘটে।.
পরমাণুর গঠন, পরমাণুর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসে বিভিন্ন নীতির আলোচনা এ অধ্যায় করা হয়েছে। বর্তমানে বর্ণালীর মতো অত্যন্ত কার্যকর ধারণা আমাদের জীবনযাত্রাকে অনেক নিরাপদ যুগোপযোগী ও সাবলীল করে তুলেছে। চিকিৎসা ক্ষেত্রে এম আর আই কিভাবে কাজ করে এই অধ্যায় এর মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে। গুণগত রসায়ন এর বিশেষ প্রয়োগ দেখা যায় অজানা নমুনা সনাক্তকরণ ভেজাল মিশ্রণ উপাদান ও পৃথকীকরণ এ। আর এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। ক্রোমাটোগ্রাফি এর মত কার্যকর পৃথকীকরণ পদ্ধতির মাধ্যমে নমুনা পৃথকীকরণ সম্পর্কে বিশদ আলোচনা শিক্ষার্থীকে গুণগত রসায়ন এর ব্যাপকতা বুঝতে সাহায্য করবে ।
কোন মন্তব্য নেই