Chemistry Mart

Header ADS

পরিবেশ রসায়ন

   পরিবেশ রসায়ন



বর্তমান সময়ে রসায়ন বিদ্যার গুরুত্ব পূর্ণ ও আলোচিত শাখা হল  পরিবেশ রসায়ন। আমাদের চারপাশে বিভিন্ন জৈব ও অজৈব উপাদানের সমন্বয়ে গঠিত হল পরিবেশ আর এই পরিবেশের উপাদান সংঘটিত রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া, মিথস্ক্রিয়া  এবং এদের উপর প্রাকৃতিক ও মানব সৃষ্ট কর্মের প্রভাব ও প্রতিকার নিয়ে রসায়নের বর্ণিল শাখাটি পরিবেশ রসায়ন। পরিবেশের উপাদান হল মাটি, পানি ও বায়ু। এই উপাদানগুলোর সংযুক্তি,   জীবজগতের প্রভাব,  দূষিত উপাদানগুলোর সম্ভাব্য দূষক চিহ্নিতকরণ, দূষণের  প্রভাব ও দূষণমুক্ত রাখার নানাবিধ কর্মকাণ্ড আলোচনা ও গবেষণা পরিচালিত হয় এই পরিবেশ রসায়ন  এ। শিল্প বিপ্লবের পর থেকে ভূমি ব্যবহারে পরিবর্তন,  জীবাশ্ম জ্বালানির উপর মাত্রাতিরিক্ত দহন জনিত দূষণ,  গ্যাসের নিঃসরণ ও বিলাসবহুল প্রযুক্তিনির্ভর জীবনযাপনের শ্রেষ্ঠ বর্জ্য বর্তমান বিশ্বের পরিবেশকে মারাত্মক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। আর এই বিপর্যয় রোধ করে বিশ্বকে বাসযোগ্য করতে মূল ভূমিকা রাখতে পারে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নবিদরা পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন দূষক চিহ্নিতকরণ দূষণের কৌশল উম্মোচন করে মানব জাতি তথা পৃথিবীর সমগ্র জীবন ব্যবহার ও যোগাযোগ রক্ষা করবে এটাই বর্তমান সময়ের দাবি । বায়ুর  সংযুক্তি ,ওজোন, গ্যাস সূত্রসমূহ অনুশীলন ও প্রয়োগ, শিল্পবর্জ্য কর্তৃক বায়ু ও পানি দূষণ, এসিড বৃষ্টির প্রভাব  এবং ওজন লেয়ার ধ্বংসের মতো গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায়ে সংযোজিত হয়েছে। আশাকরি শিক্ষার্থীরা এই অধ্যায়টি পড়ে উপকৃত হবে। 

Important Topics Video

Molar Gas Constant


Aa¨vq -1: (cwi‡ek imvqb)

 

Ávbg~jK cÖ‡kœvËit

cÖkœ-1. N~wY©So Kx?

DËi: D”PPv‡c evqy I Rjxq ev‡®úi wgkÖY wb¤œPv‡ci ¯’jfvM A‡j cÖej MwZ‡Z PµvKv‡I N~wY© m„wó K‡i, G‡KB ejv nq N~wY©So|

cÖkœ-2. mvB‡K¬vb k‡ãi A_© Kx?

DË: mvB‡K¬vb kwãwU wMªK kØ Ôkyklos’ ‡_‡K D™¢~Z, hvi A_© n‡jv Coil of snakes ev mv‡c‡i KzÛjx|

cÖkœ-3. R Gi †fŠZ Zvrch© Kx?

DËi: IK ZvcgvÎv e„w×i Rb¨ cÖwZ‡gvj Av`k© M¨vm †_‡K †h cwigvY KvR ev kw³ cvIqv hvq, Zvi gvb R Gi mgvb| GwUB R Gi †fŠZ Zvrch©|

cÖkœ-4. wbtmiY Kx?

DË: evwn¨K Pv‡ci cÖfv‡e cv‡Îi m~ÿ wQ`ª c_v w`‡q †Kv‡bv M¨vmxq Dcv`v‡bi m‡Rv‡i GKgyLx †ei nIqvi cÖwµqvB n‡jv wbtmiY ev Abye¨vcb|

cÖkœ-5. LPG M¨v‡mi K¨vjwi gvb KZ?

DËi: LPG M¨v‡mi K¨vjwi gvb cÖvq 29500 K.Cal.|

cÖkœ-6. CNG M¨v‡mi ùzUbv¼ KZ?

DËi: CNG M¨v‡mi ùzUbv¼-  †m.|

cÖkœ-7. cÖavb wMÖb nvDR M¨v‡mi bvg Kx?

DËi: cÖavb wMÖb nvDR M¨v‡mi bvg n‡jv Kve©b WvBA·vBW  |

cÖkœ-8. evqy‡Z Gi wbivc` m‡e©v”P gvÎv KZ?

DËi: WHO Abyhvqx, evqy‡Z   Gi wbivc` m‡ev©”P gvÎv 0.05 ppm|

cÖkœ-9. gw›Uªj †cÖv‡UvKj Kx?

DËi: 1993 mv‡j KvbvWvi gw›Uª‡j Av‡qvwRZ weÁvbx‡`I m‡¤§j‡b cÖavb wMÖb nvDR M¨vm CFC Gi e¨envi wbwl× Kivi wm×všÍ ‡bIqv nq, G‡K gw›Uªj †cÖv‡UvKj ejv nq|

cÖkœ-10. Pvgov cÖwµqvRvZKi‡Yi mgq wbM©Z M¨vm¸‡jvi bvg †jL|

DË: Pvgov cÖwµqvRvZKi‡Yi mgq †K¬vwib Ges M¨vm wbM©Z nq|

cÖkœ-11. HCI Gi AbyeÜx ÿvi‡Ki bvg Kx?

DËi: HCI Gi AbyeÜx ÿvi‡Ki bvg †K¬vivBW (CI) Avqb|

cÖkœ-12. Dfagx© c`v_© Kv‡K e‡j?

DËi: †hme c`v_© GwmW Ges ÿviK Dfq ag©B cÖ`k©b K‡i Zv‡`i‡K Df`gx© c`v_© e‡j|

cÖkœ-13. Avqb‡K Kx GwmW ejv nq?

DËi:  Avqb‡K jyBm GwmW ejv nq|

cÖkœ-14. LP M¨v‡mi mshyw³ †jL|

DËi: LP M¨‡m weD‡Ub I  ‡cÖv‡cb _v‡K|

cÖkœ-15. Licvwb Kv‡K e‡j?

DËi: wgVv cvwb‡Z ch©vß cwigv‡Y Avqb `ªexf~Z _vK‡j H cvwb‡K Li cvwb e‡j|

cÖkœ-16. †d‡ivBb `ªeY Kx?

DËi: †d‡ivBb `ªeY =  A‡_©v‡dbvb †_ªvwjb  cvwb|

cÖkœ: cvwbi COD Kx?

DËi: eR¨© cvwbi bgybvq Dcw¯’Z ˆRe c`v‡_©i †h Ask KZ©„K Rvi‡Yi cÖwZ ms‡e`bkxj †m Ask‡K RvwiZ Ki‡Z †h cwigvb Aw·‡Rb `iKvi nq, ZvB g~jZ H cvwbi COD|

cÖkœ-17. cøvw÷K `~l‡Ki Drm Kx?

DËi: cøvwóK `~l‡Ki Drm n‡jv Lv`¨ e¯‘i c¨v‡KU, cøvwóK †evZj, cøvw÷‡Ki wdZv, bvBj‡bi gvQ aivi Rvj BZ¨vw`|

cÖkœ-18.¯‹‡ivfvBU Gi ms‡KZ †jL|

DËi: .¯‹‡ivfvBU Gi ms‡KZ |

cÖkœ-19. Òcvj‡gvbvwi BwWgvÓ m„wó nq †KvbwUi Kvi‡Y?

DËi: Av‡m©©wb‡Ki ÿYövqx cÖfv‡e gvbe‡`‡ni i³im dzmdz‡m mwÂZ n‡q Ôcvj‡gvbvwi BwWgvÕ m„wó nq|

cÖkœ-20. †Kvb †gŠwj‡K ‡cÖv‡UvcøvRwgK wel e‡j?

DËi: Av‡m©wbK (As) mvavibZ †cÖv‡UvcøvRwgK wel bv‡g cwiwPZ|

cÖkœ-21. `ªeY Kx?

DËi: `ªeY n‡jv `yB ev Z‡ZvwaK KwVb, Zij ev M¨vmxq c`v‡_©i mg¯’ wgkÖY, hvi cÖwZwU Dcv`v‡bi Av‡cwÿK cwigvb‡K GKwU wbw`©ó mxgv ch©šÍ cwieZ©b Kiv hvq|

Abyavebg~jK cÖ‡kœvËit

cÖkœ-1. N~wY©So m„wói KviY Kx?

DËi: N~wY©S‡oi DrcwË nq ¯’jfvM †_‡K A‡bK `~‡I Mfxj mgy‡`ª| m~‡h©I cÖLi Zvc mgy`ªc„‡ôi cvwb ev®úxf~Z n‡q evqygÛ‡j wg‡k Rjxq ev‡®úi AYyi msL¨vi e„w× NUvq| d‡j mgy`ª c„‡ô evqyi NbË nªvm cvq Ges wb¤œPv‡ci m„wó nq| Mfxi mgy‡`ªi cvwbi D”P ZvcgvÎv I mgy‡`ªi wb¤œPvc N~wY©So m„wó K‡i| NywYSo m„wó Ki‡Z mvM‡ii cvwbi ZvcgvÎv Gi Dc‡i _vK‡Z nq|

cÖkœ-2. ev¯Íe M¨v‡mi ˆewkó¨ mgyn †jL|

DËi: ev¯Íe M¨v‡m wb‡Pi D‡jøwLZ ˆewkó¨mg~n eZ©gvb _v‡KÑ

1. Giv h_vh_fv‡e PV = nRT mgxKiY †g‡b P‡j bv|

2.ev¯Íe M¨v‡mi AYymg~‡ni g‡a¨ AvKl©Y ev weKl©Y ej we`¨gvb|

3. ev¯Íe M¨v‡mi Af¨šÍwiY kw³ AvqZ‡bi Dci wgbf©ikxj|

4. D”P ZvcgvÎv I wb¤œPv‡c ev¯Íe M¨v‡mmg~n †gvUvgywUfv‡e cÖvq Av`k© M¨v‡mi b¨vq AvPiY K‡i _v‡K|

cÖkœ-3. M¨v‡mi e¨vc‡bi nvi ej‡Z Kx †evS?

DËi: w¯’I ZvcgvÎvq †Kv‡bv GKwU cv‡Îi m~² wQ`ª c_ w`‡q cÖwZ ‡m‡K‡Û †h cwigvb M¨vm wbM©Z nq, Zv‡K H M¨v‡mi e¨vc‡bi nvi e‡j| awi, w¯’i ZvcgvÎq GKwU cv‡Îi m~² wQ`ªc_ w`‡q t †m‡K‡Û   M¨vm wbM©Z n‡jv| myZivs M¨vmwUi e¨vc‡bi nvi, r = |

M¨v‡mi e¨vc‡bi nvi ZvcgvÎ, Pvc I Nb‡Z¡i Dci wbf©i K‡i|

cÖkœ-4. CNG  ej‡Z Kx ‡evS?

DËi: Lwb ‡_‡K cÖvK…wZK M¨vm D‡Ëvj‡bi ci G M¨vm †_‡K CO  M¨vm‡K AcmviY Kiv nq| AZtci G‡K cªvq 68 atm ev 6.89 pa  Pvc cÖ‡qvM K‡v Zij Ae¯’Aq iƒcvšÍwiZ Kiv nq Ges G Zij‡K we‡kl GK ai‡bi w÷j wbwg©Z wmwjÛv‡ f‡i e¨venvi Kiv nq| G‡K CNG ev Kg‡cÖmW b¨vPvivj M¨vm e‡j| CNG †K †gvUi Bwćb Zij R¦vjvwb wn‡m‡e e¨envi Kiv nq| CNG M¨v‡mi cÖavb Dcv`vb wg‡_b  M¨vm| CNG e¨env‡i evqy `~lY Kg nq|

cÖkœ-5. I‡Rvb M¨v‡mi Drm Kx?

DËi: †gvUiMvwoi BwÄb, Zvcwe`y¨r †K›`ª, wewfbœ ai‡bi †auvqvkv, cÖK…wZ‡Z ‰e`y¨wZK ùzwj½, wewfbœ &BÛvw÷ª‡Z Rxevk¥ R¦vjvwbi `n‡bi d‡j bvB‡Uªv‡R‡bi A·vBWmg~n Drcbœ nq| g~jZ Giv evqygÛ‡j Dcw¯’Z nvB‡WªvKve©bmg~n I Aw·‡R‡bi mv‡_ wewKªqv K‡i I‡Rvb M¨v‡mi m„wó K‡i _v‡K|

cÖkœ-6. BDwUªwd‡Kkb ev mycywóKiY ej‡Z Kx †evS?

DËi: gvÎvwZwi³ bvB‡Uªv‡Rb hy³ mvi (‡hgb- BDwiqv, wUGmwU, A¨v‡gvwbqvg mvj‡dU cÖf„wZ e¨env‡ii d‡j) cvwb‡Z wg‡k ay‡q-gy‡Q Lvj-wej, b`x-bvjvq G‡m c‡o| bvB‡Uªv‡Rb mvi Rjvav‡i AwaK cywó †hvMvb ‡`Iqvi d‡j RjR †kIjv I AvMvQv AZ¨waK cwigv‡Y e„w× cvq I cieZ©x mg‡q g„Zz¨ N‡U, e¨vK‡Uwiqv Gme g„Z AvMvQv I ‰kev‡ji cPb NUv‡Z AxaK cwigv‡b cvwbi `ªexf~Z Aw·‡Rb MÖnb K‡i| d‡j cvwb‡Z Aw·‡R‡bi NvUwZ †`Lv †`q Ges Aw·‡R‡bi Afv‡e gvQ g‡I hvq RjR cwi‡e‡ki G ai‡bi `~lY‡K BDwUªwd‡Kkb ev mycywóKiY e‡j|

cÖkœ-7. ev‡qvjwRK¨vj wd‡·kb ej‡Z Kx †evS?

DËi: meyR A¨vjwM I gUi, wkg, †Qvjv cÖf„wZ wj¸wgbvm RvZxq Dw™¢‡`i wkK‡o emevmKvix wmgev‡qvwUK RxevYy evqyi  †kvlY K‡i| Gme e¨vK‡Uwiqv †_‡K wbtm„Z gwje‡W‡bvg   avZy hy³ †Kvb GbRvBg  weRvwiZ K‡i  M¨vm I  Avq‡b cwiYZ K‡i| gvwUi Ab¨vb¨ e¨vK‡Uwiqv Øviv K‡qK avc  Avqb RvwiZ n‡q cÖ_‡g  I †k‡l  Avq‡b cwiYZ nq| Dw™¢`  Avqb †kvlY I weRvwiZ K‡i ‡cÖvwUb ‰Zwi K‡i| Dw™¢‡`I gi‡Yi ci e¨vK‡Uwiqv †cªvwUb‡K RvwiZ K‡i Avevi  Avq‡b cwiYZ K‡i| G cÖwµqvB n‡jv ev‡qvjwRK¨vj wd‡·kb|

cÖkœ-8. JBm gZev‡`i mxgve×Zv wjL|

DËi: jyBm gZev‡`I mxgve×Zv wb¤œiƒc-

1. G gZev` Abyhvqx ‡cÖvUwbK GwmW †hgb G‡`i‡K mivmwi GwmW ‡kÖwYi AšÍf©y³ Kiv hvq bv| hw`I ev¯Í‡e Giv GwmW|

2. G gZev‡`i mvnv‡h¨ GwmW ev ÿviK‡K Zv‡`i Av‡cwÿK ZxeªZv Abyhvqx mvRv‡bv hvq bv| KviY GKB jyBm GwmW hLb wfbœ wfbœ jyBm ÿvi‡Ki mv‡_ hy³ nq ZLb H Gwm‡Wi ZxeªZvi gvÎv wfbœ n‡q _v‡K|

cÖkœ-9. Pb Øiv m„ó gvbe‡`‡ni PviwU †iv‡Mi bvg †jL|

DËi: Pb Øiv m„ó gvbe‡`‡ni PviwU †iv‡Mi bvg wb¤œiƒcÑ

1.gw¯Í‡¯‹I †Kvl webó

2. i³Pvc e„w×

3. Mf©cvZ ev g„Z mšÍvb cÖme

4. wkky‡`i AvBwKD (IQ) n«vm|

cÖkœ-10. cvwbi weï×Zvi gvb`Û¸‡jv Kx Kx?

DËi: cvwbi weï×Zvi gvb`Û¸‡jv wb¤œiæcÑ

1. LiZv

2. pH gvb

3. `ªexfyZ Aw·‡Rb (DO)

4. cÖvY ivmvqwbK Aw·‡Rb Pvwn`v (BOD)

5. ivmvqwbK Aw·‡Rb Pvwn`v (COD)

6. `ªexf~Z †Uªm Dcv`vb (TDS)

cÖkœ-11. cvwbi cÖvK…wZK `~l‡bi Drm Kx Kx?

DËi: cvwbi cÖvK…wZK `~l‡bi Drmmg~n wb¤œiæcÑ

1.f~wg aŸm, cvnv‡oi ÿqRwbZ c`v_©;

2. Av‡MœqwMwii AMœ¨rcv‡Z wbM©Z c`v_©;

3. weiyc Rjevqyi KviY I

4. eb¨v|

cÖkœ-12. Lv`¨k„•Lj ej‡Z Kx †evS?

meyR Dw™¢` Øiv Drcvw`Z Lv`¨ n‡jv ‡mŠikw³ I cywó Dcv`v‡bi fvÛvi| G Lv`¨ Dw™¢` †_‡K µgvš^‡q 1g,2q, I 3q ch©vqfy³ Lv`K †kÖwYi Rx‡e cÖevwnZ nq| cÖwZwU ev¯‘Z‡š¿i Rxe¸‡jvi gva¨‡g kw³ I cywó Dcv`v‡bi Giæc cÖevn‡K Rx‡ei Lv`¨k„•Lj ejv nq|

পরিবেশ রসায়ন


১."অণুগুলোর গতিবেগ গ্যাসের উপর আরোপিত তাপমাত্রার উপর নির্ভরশীল"-এটি কার গাণিতিক ব্যাখ্যা হতে দেখা যায়?

  ক) বয়েসের                 খ) চার্লসের  

  গ) গ্যা-লুসাকের  ঘ) অ্যাভোগড্রোর

সঠিক উত্তর: (খ)

২.পানিচক্রে পানি প্রবাহের সময় পানিতে কি দ্রবীভূত হয়?

  ক) এসিড  খ) ক্ষারক           গ) লবণ     ঘ) বর্জ্য

সঠিক উত্তর: (গ)

৩.স্থির তাপমাত্রায় চাপ বনাম আয়তনের লেখচিত্রটি কেমন হবে?

  ক) উপবৃত্তীয়     খ) পরাবৃত্তীয়     গ) বৃত্তীয়    ঘ) অধিবৃত্তীয়

সঠিক উত্তর: (ঘ)

৪.গ্রীন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসটি কী?

  ক) NO2       খ) No        গ) Co      ঘ) CO2

সঠিক উত্তর: (ঘ)

৫.গ্যাসের আয়তন 1400 হলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত পাওয়া যাবে?

 ক) 273 K                            খ) 373 K 

গ) 473 K                             ঘ) 473 K

সঠিক উত্তর: (গ)

৬.গ্রীষ্ম ও বর্ষাকালে বায়ুমন্ডলে কী বৃদ্ধির কারণে বিরূপ পৃকৃতির আবহাওয়ার সৃষ্টি হয়ে থাকে?

 ক) জলীয় বাষ্প                 খ) অক্সিজেন

 গ) নাইট্রোজেন                 ঘ) হাইড্রোজেন

সঠিক উত্তর: (ক)

৭.গ্যাসের অণুসমূহ সর্বদা অতিদ্রুত গতিতে ছুটাছুটি করে-

 ক) চক্রপথে                   খ) গোলাকার পথে

 গ) সরলপথে                   ঘ) উঁচু নিচু পথে

সঠিক উত্তর: (গ)

৮.কোন উৎসের পানিকে প্রাকৃতিক পতিত পানি বলা হয়?

 ক) বৃষ্টির পানি                 খ) নদীর পানি

 গ) ঝরনার পানি    ঘ) হিমবাহের পানি

সঠিক উত্তর: (ক)

৯. ক)  খ)   গ)   সঠিক উত্তর:

১০.ভূ-পৃষ্ঠ হতে কম উচ্চতা পর্যন্ত অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে?

 ক) 160 M                  খ) 1600 M

গ) 160 km                   ঘ)  1600 km

 সঠিক উত্তর: (ঘ)

১১.স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়লে-

 ক) আয়তন বাড়বে  খ) আয়তন কমবে

 গ) আয়তন স্থির থাকবে           ঘ) ঘনত্ব কমবে

 সঠিক উত্তর: (খ)

১২.ওজোনস্তর ক্ষয়রোধে CFC এর বিকল্প হিসেবে কোন জাতীয় যৌগের ব্যবহারের প্রস্তাব করা হয়েছে?

 ক) ক্ষার ধাতু                 খ) মৃৎক্ষার ধাতু

 গ) হাইড্রোহ্যালো অ্যালকেন           ঘ) অ্যালকেন

 সঠিক উত্তর: (গ)

১৩.ডাল্টনের আংশিক চাপসূত্র কার্যকর হবে-

i. যখন চাপ উচ্চ থাকে

ii. যখন চাপ নিম্ন থাকে

iii. যখন তাপমাত্রা উচ্চ থাকে 

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) i ও iii

 গ) ii ও iii                    ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (গ)

১৪.ব্যাপন কোন ধরেনের প্রক্রিয়া?

 ক) সালোকসংশ্লেষণ   খ) অভিস্রবণ

 গ) স্বতঃস্ফুর্ত                  ঘ) নিঃসরণ

সঠিক উত্তর: (গ)

১৫.শিল্পের মারাত্মকভাবে বায়ুর দূষণ ঘটিয়ে থাকে-

 ক) গ্যাসীয় বর্জ্য    খ) তরল বর্জ্য

 গ) কঠিন বর্জ্য                ঘ) ধুলাবালি

 সঠিক উত্তর: (ক)

১৬.গে-লুসাকের চাপ সূত্রে মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়-

  ক) চাপ ও তাপমাত্রার মধ্যে       

  খ) চাপ ও আয়তনের মধ্যে

  গ) তাপমাত্রা ও আয়তনের মধ্যে

  ঘ) তাপ ও ঘনমাত্রার মধ্যে

 সঠিক উত্তর: (ক)

১৭.এসিড বৃষ্টির অন্যতম উপাদান কোনটি?

 ক) ক্লোরোফ্লোরোকার্বন  খ) বস্তুকণা

 গ) SO2                    ঘ) CO

সঠিক উত্তর: (গ)

১৮.নিচের কোনটির প্রভাবে ওজোন স্তরের ক্ষয় সৃষ্টি হয়?

 ক) মিথেন                    খ) CO2

 গ) হাইড্রোফ্লোরোকার্বন     ঘ) ক্লোরোফ্লোরোকার্বন

সঠিক উত্তর: (ঘ)

১৯.অ্যামগা বক্র কে প্রথম পর্যবেক্ষণ করেন?

 ক) অ্যঅভোগ্যাড্রো   খ) ডাল্টন

 গ) বিজ্ঞানী অ্যামাগা ঘ) নিউটন

সঠিক উত্তর: (গ)

২০.গে-লুসাকের সূত্রানুসারে গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সাথে কীভাবে সম্পর্কযুক্ত?

 ক) সমানুপাতিক    খ) বর্গের সমানুপাতিক

 গ) বর্গমূল্যের সমানুপাতিক          ঘ) ব্যস্তানুপাতিক

সঠিক উত্তর: (ক)

২১.শিল্পগতভাবে নাইট্রোজেন আবদ্ধকরণের প্রক্রিয়া কোনটি?

 ক) ফ্রিডেল ক্যাফটকজ বিক্রিয়া খ) অসওয়াল্ড পদ্ধতি

 গ) হেবার-বস পদ্ধতি  ঘ) থার্মিট প্রক্রিয়া

সঠিক উত্তর: (গ)

২২.লিটার বায়ুচাপ এককে মোলার গ্যাস ধ্রুবক R এর মান কত?

 ক) 0.082                   খ) 0.831

 গ) 1.987                    ঘ) 9.316

সঠিক উত্তর: (ক)

২৩.পৃথিবীপৃষ্ঠ তাপ শোষণের পরে তাপ-

 ক) বিকিরণ করে   খ) উত্তপ্ত করে

 গ) ঠান্ডা করে                 ঘ) নিঃশেষ করে

সঠিক উত্তর: (ক)

২৪.চামড়া শিল্পের প্রধান নিচের কোনটি?

 ক) সালফাইড                  খ) হাইড্রোকার্বন

 গ) অ্যালডিহাইড    ঘ) এসিড বাষ্প

 সঠিক উত্তর: (ক)

২৫.ভূ-অভ্যন্তর ভাগ থেকে কোন পর্যন্ত আমাদের পরিবেশ বিস্তৃত?

 ক) ওজোনস্তর                  খ) ভূ-পৃষ্ঠ

 গ) সমুদ্রপৃষ্ঠ                   ঘ) আয়নমন্ডল

সঠিক উত্তর: (ক)

২৬.কোন যৌগ হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে শরীরে O2 প্রবাহ বাঁধা সৃষ্টি করে?

 ক) CO2                    খ) NO

 গ) CO                     ঘ) H2S

সঠিক উত্তর: (গ)

২৭.CFC কোন বিক্র্রিয়ার মাধ্যমে ওজোন স্তর ক্ষয় করে?

 ক) চেইন বিক্রিয়া   খ) যুত বিক্রিয়া

 গ) অপসারণ বিক্রিয়া  ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া

সঠিক উত্তর: (ক)

২৮.বিস্তীর্ণ এলাকার বায়ু হঠাৎ উপরের দিকে উঠে গিয়ে কী সৃষ্টি করে?

 ক) অতিরিক্ত তাপ   খ) অতিরিক্ত চাপ

 গ) বায়ু শূন্যতার    ঘ) বায়ু আধিক্য

 সঠিক উত্তর: (গ)

২৯.নকিং রোধের কারণে কীসের সাথে TEL মিশ্রিত করা হয়?

 ক) পেট্রোল                   খ) ডিজেল

 গ) কেরোসিন                  ঘ) মবিল

সঠিক উত্তর: (ক)

৩০.রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্রীনহাউজ গ্যাসের-

i. বায়ুমন্ডলে প্রধান উৎস অ্যারোসল

ii. প্রকৃতি নিষ্ক্রিয় ও দাহ্য

iii. তাপধারণ ক্ষমতা মিথেনের চেয়ে বেশি

নিচের কোনটি সঠিক?

 ক) i                       খ) i ও iii

 গ) ii                       ঘ) iii

সঠিক উত্তর: (খ)

৩১.জন ডাল্টনের পেশা কী ছিল?

 ক) শিক্ষকতা                  খ) ব্যবসায়ী

 গ) পদার্থবিদ                  ঘ) দার্শনিক

সঠিক উত্তর: (ক)

৩২.করিওলিস প্রভাব মূলত কী?

 ক) পৃথিবীর মূর্ণন প্রক্রিয়া

 খ) চাঁদের প্রভাব দ্বারা সংঘটিত আবর্তন

 গ) পৃথিবীর আবর্তনজনিত শক্তি দ্বারা সংঘটিত প্রভাব

 ঘ) বায়ু প্রবাহ দ্বারা সংঘটিত প্রভাব

 সঠিক উত্তর: (গ)

৩৩.সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে কত যোগ করলে পরম তাপমাত্রা পাওয়া যায়?

 ক) 273                     খ) 0

 গ) 2                      ঘ) 273

 সঠিক উত্তর: (ঘ)

৩৪.বয়েলের সূত্রে কী স্থির থাকে?

 ক) চাপ                    খ)তাপমাত্রা

 গ) ঘনমাত্রা                   ঘ) আয়তন

 সঠিক উত্তর: (খ)

৩৫.বায়ুমন্ডলের শতকরা কত ভাগ 30 km উচ্চতার মধ্যে থাকে?

 ক) 50 ভাগ                  খ) 19 ভাগ

 গ) 59 ভাগ                  ঘ) 99 ভাগ

 সঠিক উত্তর: (ঘ)

৩৬.Cd ধাতু শোষণের ফলে সৃষ্ট রোগের নাম কী?

 ক) অ্যানিমিয়া                 খ) ম্যালেরিয়া

 গ) ইটাই-ইটাই                 ঘ) বাতজ্বর

 সঠিক উত্তর: (গ)

৩৭.খুব কম গ্যাসই চার্লসের সূত্র মেনে চলে-

i. সাধারণ তাপমাত্রায়

ii. সাধারণ চাপে

iii. সাধারণ আয়তনে 

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) i ও iii

 গ) ii ও iii                   ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৩৮.বায়ুমন্ডলে নিক্ষিপ্ত CH4 গ্যাস সক্রিয় থাকে প্রায়-

ক) 5 বছর                   খ) 11 বছর

গ) 16 বছর                  ঘ) 18 বছর

সঠিক উত্তর: (খ)

৩৯.কোনো তরলীকৃত গ্যাসের তাপমাত্রা 5K। সেলসিয়াস স্কেলে তা কত?

 ক) 2680C                   খ) -2730C

 গ) 2730C                   ঘ) -2780C

সঠিক উত্তর: (খ)

৪০.গ্রীন হাউজ প্রবাবে সক্রিয় ভূমিকা পালন করে কোনটি?

 ক) CH4                    খ) C2H4

 গ) C2H2                    ঘ) C2H6

সঠিক উত্তর: (ক)

৪১.ব্রনস্টেড-লাউরীর তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়?

 ক) 1902                    খ) 1903

 গ) 1923                    ঘ) 1932

সঠিক উত্তর: (গ)

৪২.কোন বায়ু অধিক পরিমাণে জলীয় বাষ্প ধারণ করে?

 ক) শীতল বায়ু                 খ) উষ্ণ বায়ু

 গ) হালকা বায়ু                 ঘ) ঘন বায়ু

সঠিক উত্তর: (খ)

৪৩.বাস্তব গ্যাসমমূহ PV=nRT সমীকরণ গ্যাসের গতিতত্ত্বের কয়টি স্বীকার্যের জন্য প্রযোজ্য হয় না?

 ক) একট                    খ) দুইটি

 গ) তিনটি                    ঘ) চারটি

সঠিক উত্তর: (খ)

৪৪.গে-লুসাকের চাপীয় সূত্রের ক্ষেত্রে প্রয়োজন-

i. চাপ

ii. পরম তাপমাত্রা

iii. স্থির আয়তন

নিচের কোনটি সঠিক?

 ক) i                       খ) ii

 গ) ii ও iii                   ঘ) iii

সঠিক উত্তর: (গ)

৪৫.চট্টগ্রামের কোন নদীতে মাছের ডিম পাড়ার জন্য উপযুক্ত?

 ক) ডিমলা                    খ) হালদা

 গ) কর্ণফুলি                   ঘ) নাফ

 সঠিক উত্তর: (খ)

৪৬.গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য?

 ক) কঠিন                   খ) গ্যাসীয়

গ) তরল                     ঘ) প্লাজমা

 সঠিক উত্তর: (খ)

৪৭.রং শিল্পের প্রধান দূষক উপাদান নিচের কোনটি?

 ক) নাইট্রোবেনজিন   খ) হাইড্রোকার্বন

 গ) ধোঁয়া                    ঘ) উড়ন্ত ছাই

 সঠিক উত্তর: (ক)

 

৪৮.গে-লুসাকের সূত্র মতে নিচের কোনটি সঠিক?

 ক) P & T                  খ) T & P

 গ) x & y                   ঘ) V & n

সঠিক উত্তর: (ক)

৪৯.ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় কোথায়?

 ক) সমুদ্রের তলদেশে  খ) গভীর সমুদ্রে

 গ) নদীর ধারে                ঘ) সবুজ বনায়নে

সঠিক উত্তর: (খ)

৫০.দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড়মানকে কী বলে?

 ক) অণুর ভর                 খ) অণুর দূরত্ব

 গ) গড়মুক্ত পথ    ঘ) সংঘর্ষ পথ

সঠিক উত্তর: (গ)

৫১.গে-লুসাকের চাপের সূত্রের লেখ কীরূপ?

 ক) উপবৃত্তাকার     খ) পরাবৃত্তাকার

 গ) অধিবৃত্তাকার    ঘ) সরলরৈখিক

 সঠিক উত্তর: (ঘ)

৫২.গ্যাস আয়তন সূত্র কে প্রদান করেন?

 ক) বয়েল                    খ) চার্লস

 গ) গে-লুসাক                  ঘ) অ্যাভোগেড্রো

সঠিক উত্তর: (গ)

৫৩.গ্যাস সূত্রসমূহের প্রয়োগের ও সূত্রের মেনে চলার যথার্থতার উপর ভিত্তি করে গ্যাসকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

 ক) ২                      খ) ৩

 গ) ৪                       ঘ) ৫

  সঠিক উত্তর: (ক)

৫৪.ধাতু সংকর কোন জাতীয় দ্রব্য

 ক) কঠিন-কঠিন    খ) তরল-তরল

 গ) কঠিন-তরল    ঘ) তরল-কঠিন

 সঠিক উত্তর: (ক)

৫৫.আয়তনের মাত্রা নিচের কোনটি?

 ক) দৈর্ঘ্যের মাত্রা    খ) (দৈর্ঘ্যের মাত্রা)2

 গ) (দৈর্ঘ্যের মাত্রা)3 ঘ) প্রস্থের মাত্রা

 সঠিক উত্তর: (গ)

৫৬.শরীরের আয়নিক সাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কী?

 ক) বায়ু         খ) মাটি        গ) পানি     ঘ) গাছপালা

সঠিক উত্তর: (গ)

৫৭.কোন প্রক্রিয়ায় সেন্টের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে?

 ক) ব্যাপন                    খ) নিঃসরণ

গ) অণুব্যাপন                  ঘ) অভিস্রবণ

সঠিক উত্তর: (ক)

৫৮.গ্যাসের ব্যাপন হারের ওপর প্রভাব বিস্তারকারী নিয়মকগুলো-

i. চাপ

ii. তাপমাত্রা

iii. আণবিক ভর

নিচের কোনটি সঠিক?

 ক) i                       খ) ii

 গ) iii                      ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫৯.ভূ-পৃষ্ঠে আবহাওয়ার সমূদয় কর্মকান্ড সংঘটিত হয়ে কোন স্তরে?

 ক) থার্মোস্ফিয়ার    খ) ট্রপোস্ফিয়ার

গ) মেসোস্ফিয়ার     ঘ) স্ট্রাটোস্ফিয়ার

সঠিক উত্তর: (খ)

৬০.কোনটি বায়ুতে অতিরিক্ত মিশে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে?

 ক) N2         খ) O2        গ) NH3     ঘ) O3

 সঠিক উত্তর: (গ)

৬১.ডাল জাতীয় উদ্ভিদের পচনের ফলে কী উৎপন্ন হয়?

 ক) রাসায়নিক সার  খ) সবুজ সার

 গ) অ্যামোনিয়া                 ঘ) প্রোটিন

 সঠিক উত্তর: (খ)

৬২. সমচাপ রেখা কখন পাওয়া যায়?

 ক) আয়তন বনাম সময়ের লেখচিত্রে

খ) আয়তন বনাম ঘনত্বের লেখচিত্রে

গ) আয়তন বনাম পরম তাপমাত্রার বিপরীত লেখচিত্রে

ঘ) ঘনত্ব বনাম পরম তাপমাত্রার লেখচিত্রে

সঠিক উত্তর: (গ)

৬৩.“গ্যাস অণুর গতিবেগ বিতরণ সূত্র”- কে আবিষ্কার করেন?

 ক) বোল্টজম্যান    `           খ) ম্যাক্সওয়েল

 গ) নিউটন                    ঘ) ক্লসিয়াস

সঠিক উত্তর: (খ)

৬৪.কোন গ্যাসকে সহজেই তরলীকরণ করা যায়-

i. যে গ্যাসের হিমাংক বেশি

ii. যে গ্যাসের সংকট তাপমাত্রা বেশি

iii. যে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি

নিচের কোনটি সঠিক?

 ক) i                       খ) ii

 গ) ii ও iii                   ঘ) iii

সঠিক উত্তর: (গ)

৬৫.ক্লোরোফ্লোরোকার্বনের প্রধান উৎস-

i. জীবাশ্ম জ্বালানি

ii. শীতাতপ নিয়ন্ত্রক

iii. তরল প্রসাধনীর সঞ্চালক

নিচের কোনটি সঠিক?

 ক) i           খ) ii         গ) ii ও iii   ঘ) iii

 সঠিক উত্তর: (গ)

৬৬.গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যসমূহ কয় ভাগে ভাগ বিভক্ত?

 ক) ২ ভাগে       খ) ৩ ভাগে     গ)  ভাগে    ঘ) ৫ ভাগে

সঠিক উত্তর: (ক)

৬৭.IPCC এর গবেষণার ফলাফল অনুসারে আগামী 2150 সালে পৃথিবীর তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?

 ক) 1.8%        খ) 2.8%       গ) 3.8%    ঘ) 4.8%

সঠিক উত্তর: (গ)

৬৮.পানিতে আর্সেনিক কয়ভাবে থাকতে পারে?

 ক) দুই          খ) তিন       গ) চার     ঘ) পাঁচ

 সঠিক উত্তর: (গ)

৬৯.প্রমাণ অবস্থায় Hg চাপ কত?

 ক) 22.4 mm খ) 76.0mm গ) 76.0 m ঘ) 760 mm

সঠিক উত্তর: (ঘ)

৭০.আদর্শ গ্যাস মেনে চলে-

i. বয়েলের সূত্র

ii. চার্লসের সূত্র

iii. অ্যাভোগাড্রোর সূত্র 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৭১.বায়ুর উপাদানের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?

 ক) নাইট্রোজেন                 খ) অক্সিজেন

 গ) কার্বন ডাই অক্সাইড           ঘ) নিয়ন

সঠিক উত্তর: (ক)

৭২.কোন সূত্রের সাহায্যে ডাল্টনের আংশিক চাপ সূত্র ব্যাখ্যা করা যায়?

 ক) চার্লসের সূত্র    খ) বয়েলের সূত্র

গ) গ্রাহামের সূত্র     ঘ) নিউটনের সূত্র

 সঠিক উত্তর: (খ)

৭৩.মিথাইল অরেঞ্জ দ্বারা নিচের কোনটির নির্ণয় করা যায়?

 ক) পানির অম্লত্ব    খ) পানির ক্ষারকত্

 গ) স্থায়ী খরতা     ঘ) অস্থায়ী খরতা

সঠিক উত্তর: (ঘ)

৭৪.গ্যাস অণুসমূহ-

 ক) গতিশীল                   খ) স্থিতিশীল

 গ) অবিভাজ্য                  ঘ) নিষ্কিয়

সঠিক উত্তর: (ক)

৭৫.সূক্ষ্ম দূষক পদার্থসমূহ কোন প্রক্রিয়ায় বায়ুতে মিশে থাকে?

 ক) সালোকসংশ্লেষণ   খ) ব্যাপন

 গ) অভিস্রবণ                  ঘ) ভার্নালাইজেশন

  সঠিক উত্তর: (খ)

৭৬.এ শতাব্দীর শেষ নাগাদ মানুষ ভয়ঙ্কর কোন বিপর্যয়ের সম্মুখীন হবে?

 ক) প্রাকৃতিক                  খ) অর্থনৈতিক 

গ) সামাজিক                   ঘ) কৃত্রিম

 সঠিক উত্তর: (ক)

৭৭.অ্যাভোগেড্রোর ধ্রুবক NA=?

 ক) 6.022×1023   খ) 6.022×1022

 গ) 6.022×1024   ঘ) 6.022×1021

সঠিক উত্তর: (ক)

৭৮.সোডিয়াম ক্লোরাইডের সংকেতে এর ভর কত?

 ক) 5.8         খ) 8.5        গ) 58.5    ঘ) 85.5

 সঠিক উত্তর: (গ)

৭৯.আরহেনিয়াসের আয়নিক মতবাদ কত সালে প্রকাশিত হয়?

 ক) 1788        খ) 1878       গ) 1887    ঘ) 1897

সঠিক উত্তর: (গ)

৮০.অসওয়াল্ড প্রণালিতে প্রভাবক হিসেবে কী ব্যবহার করা হয়?

 ক) প্লাটিনাম                  খ) আয়রন 

গ) ভেনাডিয়াম                 ঘ) নাইট্রিক এসিড

সঠিক উত্তর: (ক)

৮১.কোন প্রক্রিয়াটি স্বত:স্ফূর্তভাবে ঘটে?

 ক) নি:সরণ                   খ) অণুব্যাপন 

গ) ব্যাপন                    ঘ) চাপ

  সঠিক উত্তর: (গ)

৮২.বায়ুর উপাদান হচ্ছে-

i. নাইট্রোজেন

ii. অক্সিজেন

iii. কার্বন ডাইঅক্সাইড 

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) i ও iii 

গ) ii ও iii                   ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৮৩.NOx এর প্রধান উৎস কোনটি?

 ক) জীবাষ্ম জ্বালানি  খ) দাবানল

গ) তাপবিদ্যুৎ কেন্দ্র  ঘ) সালফার নিষ্কাশন

সঠিক উত্তর: (গ)

৮৪.বয়েলের সূত্র পরীক্ষার জন্য কয়টি সমান আয়তনের সিরিঞ্জ নিতে হবে?

 ক) একটি                    খ) দুইটি    

গ) তিনটি                    ঘ) চারটি

 সঠিক উত্তর: (গ)

৮৫.ভূ-পৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যায় ততই বায়ুর কী কমতে থাকে?

 ক) ঘনত্ব                    খ) উপাদান 

গ) তাপমাত্রা                   ঘ) সৌরশক্তি

 সঠিক উত্তর: (ক)

৮৬.লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ের গুটিতে বসবাস করে-

 ক) অ্যাজোব্যাক্টর    খ) সিবায়োটিক জীবাণু

 গ) নাইট্রোব্যাক্টর    ঘ) অ্যামিনো এসিড

সঠিক উত্তর: (খ)

৮৭.অতিবেগুনি রশ্মিকে শোষণ করে কোন স্তরের O3 গ্যাস?

 ক) মেসোস্কিয়ার     খ) ট্রোপোস্ফিয়ার

 গ) স্ট্র্যাটোস্ফিয়ার   ঘ) থার্মোস্ফিয়ার

সঠিক উত্তর: (গ)

৮৮.কোনটির হিমোগ্লোবিনের প্রতি আসক্তি সর্বাধিক?

 ক) CO         খ) O2        গ) NO     ঘ) CO2

 সঠিক উত্তর: (ক)

৮৯.CI3CF এর CO2 এর সাপেক্ষে তাপ ধরে রাখার ক্ষমতা কত?

 ক) 140                     খ) 1400   

গ) 14600                    ঘ) 17000

সঠিক উত্তর: (গ)

৯০.ভারী ধাতু হতে মানবদেহে কোন রোগের সৃষ্টি হয়?

 ক) কলেরা                   খ) টাইফয়েড

 গ) ক্যান্সার                   ঘ) হাম

সঠিক উত্তর: (গ)

৯১.অ্যাভোগেড্রোর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়?

 ক) Z          খ) A         গ) K       ঘ) N

 সঠিক উত্তর: (ঘ)

৯২.জুল থমসন প্রভাব প্রয়োগ করে-

i. গ্যাসকে সংকুচিত করা যায়

ii. গ্যাসের অণুসমূহের আন্ত:কণা আকর্ষণ বৃদ্ধি করা যায়

iii. অণু সমূহের গতিশক্তি বৃদ্ধি করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i         গ) iii       ঘ) ii

সঠিক উত্তর: (ক)

৯৩.গ্যাসের মোট গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার-

 ক) ব্যস্তানুপাতিক    খ) সমানুপাতিক

গ) সমান                     ঘ) বর্গ

সঠিক উত্তর: (খ)

৯৪.বায়ুমন্ডলকে সাধারণত কয়টি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে?

 ক) দুটি         খ) তিনটি       গ) চারটি    ঘ) পাঁচটি

 সঠিক উত্তর: (গ)

৯৫.নির্দিষ্ট তাপমাত্রা ও আয়তনে গ্যাস মিশ্রণের চাপই-

 ক) মোট চাপ                 খ) সর্বোচ্চ চাপ 

গ) সর্বনিম্ন চাপ                 ঘ) আংশিক চাপ

সঠিক উত্তর: (ক)

৯৬.পরমশূন্য তাপমাত্রা কোনটি?

 ক) 2730C                   খ) -2730C 

গ) 00C                      ঘ) 320F

সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:

A+H2→B + CO2→ইউরিয়া।

৯৭.উদ্দীপকের A নিচের কোনটি?

 ক) CH4        খ) N2        গ) NH3     ঘ) s

সঠিক উত্তর: (খ)

৯৮.B যৌগটিতে কত প্রকার বন্ধন বিদ্যমান?

 ক) 1           খ) 2         গ) 3       ঘ) 4

 সঠিক উত্তর: (ক)

৯৯.উদ্দীপকের B পদার্থটি-

i. ক্ষারধর্মী

ii. নািইট্রোজেনের হাইড্রাইড

iii. বজ্রপাতের সময় উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii       খ) iii         গ) i       ঘ) ii

সঠিক উত্তর: (ক)



কোন মন্তব্য নেই

এই ব্লগটি সন্ধান করুন

News

6/xx/grid-small
0
sincostan
sin-1cos-1tan-1πe
xyx3x2ex10x
y√x3√x√xlnlog
()1/x%n!
789+MS
456M+
123×M-
0.EXP÷MR
±RNDC=MC
powered by calculator.net

Pages

Popular Posts

Blogger দ্বারা পরিচালিত.