MCQ Electrochemistry (তড়িৎ রসায়ন)
তড়িৎ রসায়ন
১. তড়িৎবিশ্লেষ্য পরিবাহীর অপর নাম কী?
ক) আয়নিক পরিবাহী খ) পোলার পরিবাহী
গ) ইলেকট্রনীয় পরিবাহী ঘ)কুপরিবাহী
সঠিক উত্তর: (ক)
২. কোনটি Cu এর চেয়ে অধিক শক্তিশালী বিজারক?
ক) Pb খ) Ag গ) Au ঘ) Cl
সঠিক উত্তর: (ক)
৩. কোনটি ভিন্ন প্রকৃতির?
ক) ড্রাইসেল
খ) লেড স্টোরেজ ব্যাটারি
গ) লিথিয়াম আয়ন ব্যাটারি
ঘ) লিথিয়াম ব্যাটারি
সঠিক উত্তর: (ক)
৪. যে অর্ধকোষে জারণ ঘটে তাকে কী বলে?
ক) বিজারণ কোষ খ) বিজারণ অর্ধকোষ
গ) জারণ কোষ ঘ) জারণ অর্ধকোষ
সঠিক উত্তর: (ঘ)
৫.শুষ্ক কোষে কী ধরনের ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়?
ক) তরল খ) গ্যাসীয়
গ) পেস্ট ঘ) কঠিন
সঠিক উত্তর: (গ)
৬.Na,Ca,Mg,Fe ঠান্ডা পানির সাথে বিক্রিয়ায় কে বেশি সক্রিয় ভূমিকা পালন করবে?
ক) Ca খ) Mg
গ) Na ঘ) Fe
সঠিক উত্তর: (গ)
৭.ফ্যারাডের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য?
ক)ইলেকট্রনীয় পরিবাহী
খ) তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী
গ) ধাতব পরিবাহী
ঘ) অধাতব পরিবাহী
সঠিক উত্তর: (খ)
৮.নিচের কোনটি ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে সম্পন্ন হতে পারে?
ক) তড়িৎ পরিবহন খ) আলোর বিচ্ছুরণ
গ) শব্দ তরঙ্গ পরিবহন ঘ) আলোর বিকিরণ
সঠিক উত্তর: (ক)
৯.প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ক) গ্লাস তড়িৎদ্বার
খ) ক্যালোমেল তড়িৎদ্বার
গ) প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার
ঘ) জিংক তড়িৎদ্বার
সঠিক উত্তর: (গ)
১০.ফুয়েল সেলের ক্যাথোড-
ক)ধনাত্মক প্রান্ত
খ) ঋণাত্মক প্রান্ত
গ) অ্যানোডের সাথে সরাসরি যুক্ত থাকে
ঘ) ইলেকট্রন উৎপন্ন করে
সঠিক উত্তর: (ক)
১১.উল্লেখিত ধাতুগুলোর মধ্যে কোনটি অধিক সক্রিয়?
ক)S খ) P গ) Q ঘ) R
সঠিক উত্তর: (খ)
১২.তড়িৎ পরিবহনের সময় আয়নিক যৌগের কী ঘটে?
ক) স্ফুটন খ) বিয়োজন
গ) বিচ্ছুরণ ঘ) ঘনীভবন
সঠিক উত্তর: (খ)
১৩.pH মান নির্ণয়ের ক্ষেত্রে সাধারণ প্রচলিত পদ্ধতিগুলোকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১৪.সেমিকন্ডাক্টর পদার্থ-
i. সিলিকন
ii. অ্যালুমিনিয়াম
iii. জার্মেনিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii
গ) ii ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৫.তড়িৎ পরিবহনের পদ্ধতি পরিবহন করে?
ক) সাধারণ লবণ খ) শুষ্ক কাঠ
গ) রাবার ঘ) দ্রবীভূত লবণ
সঠিক উত্তর: (ঘ)
১৬.কোনটির বিশোদনে ফ্যারাডের ১ম সূত্র প্রয়োগ হয়নি?
ক) Cu খ) Al
গ) Zn ঘ) Co
সঠিক উত্তর: (ঘ)
১৭.সিরিজটি থেকে বুঝা যায়-
i. p সহজে ইলেকট্রন ত্যাগ করে
ii. S ধাতুটি অধিক সক্রিয়
iii. R এর চেয়ে Q অ্যানোড হিসেবে অধিক উপযোগী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii
গ) ii ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৮.পাতলা HCI এর সাথে কোনটি সবচেয়ে মন্থর বিক্রিয়া দেয়?
ক)Zn খ) Fe
গ) Ca ঘ) Mg
সঠিক উত্তর: (খ)
১৯.তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ প্রবাহিত হয় কীসের প্রবাহ?
ক) ইলেকট্রন খ) প্রোটনের
গ) নিউট্রনের ঘ) আয়নের
সঠিক উত্তর: (ঘ)
২০.কখন কোষ বিভবের মান শূন্য হয়?
ক) বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হলে
খ) বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হলে
গ) বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হলে
ঘ) বিক্রিয়ার গতিবেগ শূন্য হলে
সঠিক উত্তর: (ক)
২১.অর্ধপরিবাহী পদার্থ হলো-
i. সিলিকন
ii. জার্মেনিয়াম
iii. সিলভার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২.বিভিন্ন তড়িৎদ্বার বিভবের মান নির্ণয়ে ব্যবহৃত হাইড্রোজেন তড়িতদ্বারকে কী বলে?
ক) মুখ্য তড়িতদ্বার খ) নির্দেশক তড়িদদ্বার
গ) গৌণ তড়িদদ্বার ঘ) ক্যালোমেল তড়িদদ্বার
সঠিক উত্তর: (খ)
২৩.যখন কোষ তড়িৎ উৎপন্ন করে তখন তাকে কী বলে?
ক) চার্জিং খ) ডিসচার্জিং
গ) বালিকং ঘ) বিল্ডিং
সঠিক উত্তর: (খ)
২৪.দ্রবণে ধাতব আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে তার অসমোটিক চাপ-
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়
সঠিক উত্তর: (খ)
২৫.কোনটির চার্জ লেভেল সহজেই জানা যায়?
ক) অ্যালকালাইন ব্যাটারি
খ) লিথিয়াম ব্যাটারি
গ) ক্যাডমিয়াম ব্যাটারি
ঘ) লেড স্টোরেজ ব্যাটারি
সঠিক উত্তর: (ঘ)
২৬.বিজ্ঞানি প্লাস্ট কত সালে লেড স্টোরেজ ব্যাটারি আবিষ্কার করেন?
ক) ১৮৩৪ সালে খ) ১৮৩৩ সালে
গ) ১৮৫৯ সালে ঘ)১৮৬৯ সালে
সঠিক উত্তর: (গ)
২৭.ড্যানিয়েল কোষের তড়িচ্চালক বল কোনটির উপর নির্ভর করে?
ক) তড়িদদ্বারের রাসায়নিক পরিবর্তনের উপর
খ) তড়িৎ বিশ্লেষ্যের উপর
গ) তড়িদদ্বারের প্রকৃতির উপর
ঘ) তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রার উপর
সঠিক উত্তর: (ক)
২৮.কোনটিকে সরাসরি ফুয়েল সেলের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
ক) মিথানল খ) মিথেন
গ) প্রোপেন ঘ) বিউটেন
সঠিক উত্তর: (ক)
২৯.তড়িৎ বা ধাতব পরিবাহী পদার্থের ক্ষেত্রে-
i. ইলেকট্রন সঞ্চালনের মাধ্যমে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়
ii. তাপমাত্রা বৃদ্ধির ফলে ধাতব বা তড়িৎ পরিবাহীর পরিবাহিতা হ্রাস পায়
iii. ধাতব পরিবাহীর উপর বাহ্যিক চাপের ব্যাপক প্রভাব আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০.গঠনভেদে অর্ধকোষকে কত ভাগে ভাগ করা যায়?
ক) তিন ভাগে খ)দুই ভাগে
গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ঘ)
৩১.তড়িৎ কোষের রাসায়নিক বিক্রিয়া কোন ধরনের?
ক) জারণ-বিজারণ খ) সংযোজন
গ) বিয়োজন ঘ) সমাণুকরণ
সঠিক উত্তর: (ক)
৩২.লবণ সেতু একটি-
ক) পরোক্ষ সংযোগ খ) প্রত্যক্ষ সংযোগ
গ) প্রতিবন্ধক ঘ) ইলেকট্রোড
সঠিক উত্তর: (ক)
৩৩.তড়িৎ প্রবাহ মূলত-
ক) প্রোটনের প্রবাহ
খ) ইলেকট্রনের প্রবাহ
গ) আয়নিক পদার্থের প্রবাহ
ঘ) গ্যাসের প্রবাহ
সঠিক উত্তর: (খ)
৩৪.অ্যানোড-
i. ধনাত্মক
ii. ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে
iii. এর মাধ্যমে ইলেকট্রন দ্রবণ ছেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ও iii
গ) ii ও iii ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫.হাইড্রোজেন সেলে ফুয়েলের উৎস কী?
ক) বায়ু খ) হাইড্রোজেন গ্যাস
গ)পানি ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
৩৬.তড়িচ্চালক বল-
i. প্রতিটি কোষের জন্য নির্দিষ্ট
ii. দুটি অর্ধকোষের সংযোগে সৃষ্টি হয়
iii. কোনো একক ইলেকট্রোড হতে পাওয়া সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭.তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা মাপার যন্ত্রকে কী বলে?
ক) Conductometer খ) Spectometer
গ) Ameter ঘ) Voltameter
সঠিক উত্তর: (ক)
৩৮.দ্রবণে তড়িৎ পরিবাহিতা নির্ভর করে-
i. আয়নের পরিমাণের উপর
ii. আয়নের গতিবেগের উপর
iii. দ্রবণের ঘনত্বের উপর
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯.ইলেকট্রোলাইটিক কোষ একটি-
ক) দ্বি প্রকোষ্ঠ কোষ খ) এক প্রকোষ্ঠ কোষ
গ) স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘ) ইলেকট্রনিক কোষ
সঠিক উত্তর: (খ)
৪০.যে তড়িদদ্বার-এ জারণ ঘটে তাকে বলা হয়-
ক) ক্যাথোড খ) অ্যানোড
গ) এর কোনটিই নয় ঘ) ধনাত্মক তড়িদদ্বার
সঠিক উত্তর: (খ)
৪১.সক্রিয়তা সিরিজে কোনটির অবস্থান উপরে?
ক) Na খ) Cs
গ) Ba ঘ) Ca
সঠিক উত্তর: (খ)
৪২.কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
ক) গলিত NaCI খ) জৈব এসিড
গ) Ca(OH)2 ঘ) Mg(OH)2
সঠিক উত্তর: (খ)
৪৩.কোন বিক্রিয়ার মাধ্যমে তিড়ৎবিশ্লেষ্য পরিবাহী তড়িৎ পরিবহন করে?
ক) জারণ বিজারণ খ) পানিযোজন
গ) আয়নীকরণ ঘ) প্রশমন
সঠিক উত্তর: (ক)
৪৪.ধাতুর তড়িদদ্বার বিভবের মান তার দ্রবণ চাপ ও তার আয়নের অসমোটিক চাপের পার্থক্যের-
ক) সমান খ) অর্ধেক
গ) থেকে 1 কম ঘ) থেকে 1 বেশি
সঠিক উত্তর: (ক)
৪৫.শুষ্ক কোষের তড়িৎচালক বলের মান কত?
ক) 1.5v খ) 1.4v
গ)1.3v ঘ) 1.2v
সঠিক উত্তর: (ক)
৪৬.ফ্যারাডের প্রথম সূত্র ব্যবহার করে-
i. পদার্থের ধর্মের উপর নির্ভরশীল
ii. প্রবাহিত বিদ্যুতের জন্য বিভিন্ন
iii. একক বিহীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭.ধাতুর প্রমাণ জারণ বিভবের মান হতে পারে-
i. ধনাত্মক
ii. ঋণাত্মক
iii. শূন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i
গ) ii ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৮.তড়িদদ্বার গঠনের সময় লঘু H2SO4 ব্যবহার করা হয় কেন?
ক) লঘু এসিডের জারণ ধর্ম বেশি
খ) লঘু এসিডের জারণ ধর্ম কম বলে
গ) লঘু এসিডে অধিক পরিমাণ আয়ন থাকে
ঘ) লঘু এসিড ধাতুর লবণের সাথে বিক্রিয়া করে না
সঠিক উত্তর: (খ)
৪৯.হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোডের সংস্পর্শে এসে কোনটি উৎপন্ন করে?
ক)হাইড্রোজেন খ) ইলেকট্রন
গ) অক্সিজেন আয়ন ঘ) পানি
সঠিক উত্তর: (খ)
৫০.কোনটি কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে?
ক) ক্ষারক খ) এসিড
গ) লবণ ঘ) গ্রাফাইট
সঠিক উত্তর: (ঘ)
৫১.তড়িৎ পরিবহনের পদ্ধতি তথা পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী কত প্রকার?
ক)তিন খ) দুই
গ) চার ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৫২.লেড স্টোরেজ ব্যাটারিতে কোনটি অ্যানোড হিসেবে ব্যাবহার করা হয়?
ক) লেড আয়ন খ) লেড ধাতু
গ) লিথার্জ ঘ) লেড সালফেট
সঠিক উত্তর: (খ)
৫৩.গ্যালভানিক কোষে কোন তড়িদদ্বার অ্যানোডরূপে ক্রিয়া করলে সেখানে-
i. জারণ ক্রিয়া ঘটে
ii. বিজারণ ক্রিয়া ঘটে
iii. এর মাধ্যমে ইলেকট্রন মুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৪.জিঙ্কের জারণ মান স্থির কেন?
ক) D-ব্লক মৌল বলে
খ) অবস্থান্তর মৌল বলে
গ) ফাঁকা d অরবিটাল নেই বলে
ঘ) ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ বলে
সঠিক উত্তর: (গ)
৫৫.অ্যানোড তড়িদদ্বারকে কী বলা হয়?
ক) জারণ-তড়িদদ্বার
খ) ক্যাথোড তড়িদদ্বার
গ) জারণ-বিজারণ তড়িদদ্বার
ঘ) তড়িৎবিশ্লেষ্য তড়িদদ্বার
সঠিক উত্তর: (ক)
৫৬.তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে অ্যানোড ও ক্যাথোড দুটি তড়িৎদ্বার নিমজ্জিত-
i. অ্যানোডে জারণ সংঘটিত হয়
ii. ক্যাথোডে বিজারণ সংগটিত হয়
iii. অ্যানোডে বিজারণ সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i
গ) iii ঘ) ii
সঠিক উত্তর: (ক)
৫৭.অসামঞ্জস্য বিক্রিয়া কোনটি?
ক) প্রতিস্থাপন বিক্রিয়া খ) কোষ বিক্রিয়া
গ) দহন বিক্রিয়া ঘ) Redox বিক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
৫৮.ভোল্টার কোষের কোষ বিভবের মান নির্ভর করে পদার্থের-
i. ঘনমাত্রার উপর
ii. তাপমাত্রার উপর
iii. ভরের উপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i
গ) ii ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫৯.R-কী ধরনের যৌগ?
ক) সমযোজী খ) আয়নিক
গ) পোলার সমযোজী ঘ) সন্নিবেশ
সঠিক উত্তর: (খ)
৬০.তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা-
i. খুবই কম
ii. খুবই বেশি
iii. সমান সমান
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬১.সংশ্লেষ গ্যাস-
i. কার্বন মনোঅক্সাইড হাইড্রোজেনের মিশ্রণ
ii. স্টিম হাইড্রোকার্বন রিফরমিক পদ্ধতিতে পাওয়া যায়
iii. মিথানল তৈরিতে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২.জারক পদার্থ যে অংশে ইলেকট্রন গ্রহন করে বিজারিত হয় তাক কী বলে?
ক) জারণ-বিজারণ বিক্রিয়া
খ) জারণ অর্ধবিক্রিয়া
গ) বিজারণ অর্ধবিক্রিয়া
ঘ) আয়নিক বিক্রিয়া
সঠিক উত্তর: (গ)
৬৩.তাপমাত্রা বৃদ্ধি করলে ধাতব পরিবাহীর পরিবাহীতা কীরূপ হয়?
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) বৃদ্ধি-হ্রাস দুটোই ঘটে
সঠিক উত্তর: (খ)
৬৪.
ইলেকট্র ত্যাগ ধনাত্মক আয়নে পরিনত হওয়ার প্রবণতাকে কী বলে?
ক) জারণ খ) বিজারণ
গ)সংযোজন ঘ)বিয়োজন
সঠিক উত্তর: (ক)
৬৫.তড়িৎ কোষে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করার সময় বিক্রিয়া ঘটে?
ক)জারণ খ) বিজারণ
গ) সংযোজন ঘ)রেডক্স
সঠিক উত্তর: (ঘ)
৬৬.NiO কোষের emf কত?
ক)1.15V খ) 1.25V
গ) 1.35V ঘ) 1.45V
সঠিক উত্তর: (গ)
৬৭.কোনটি মুখ্য নির্দেশক তড়িদদ্বার?
ক)কুইনডাইড্রোন তড়িদদ্বার
খ) হাইড্রোজেন তড়িদদ্বার
গ)সিলভার-সিলভার ক্লোরাইড তড়িদদ্বার
ঘ) ক্যালোমেল তড়িদদ্বার
সঠিক উত্তর: (খ)
৬৮.উভমুখী তড়িদদ্বার-
i. তিনটি শ্রেণিতে বিভক্ত
ii. মূলত জারণ-বিজারণ তড়িদদ্বার
iii. শ্রেণি তিনটির প্রত্যেকটির আবার একটি করে উপশ্রেণী রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৯.কোনটি সালফিউরিক এসিডের ঘনমাত্রা পরিমাপে ব্যবহার করা হয়?
ক) ব্যারোমিটার খ) হইড্রোমিটার
গ) থার্মোমিটার ঘ) পোলোরিমিটার
সঠিক উত্তর: (খ)
৭০.সক্রিয়তা সিরিজে উপরে অবস্থিত ধাতুগুলো-
i. তীব্র বিজারক
ii. দুর্বল বিজারক
iii. দুর্বল জারক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭১.অ্যামোনিয়া-
i. জলীয় দ্রবণে কম আয়নিত হয়
ii. কম তড়ৎি পরিবহন করে
iii. দুর্বল তড়িৎবিশ্লেষ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭২.ধাতুক্ষয়ের আগে কোনটি সংঘটিত হয়?
ক) ভোল্টা কোষ
খ) তড়িৎ বিশ্লেষণ কোষ
গ) ড্যানিয়েল কোষ
ঘ) চলকোষ
সঠিক উত্তর: (ক)
৭৩.গ্যাস ইলেকট্রোডে নিষ্কিয় ধাতু ব্যবহার করা হয় কারণ-
ক) এটি গ্যাস শোষণ করে
খ) বিক্রিয়া ঘটাতে সাহায্য
গ) গ্যাসের পরিমাণ বৃদ্ধি করে
ঘ) ইলেক্টোড হিসেবে কাজ করে
সঠিক উত্তর: (ক)
৭৪.কোনটি ক্যালকুলেটরে ব্যবহার করা হয়?
ক) লেড স্টোরেজ ব্যাটারি
খ) লিথিয়াম ব্যাটারি
গ) লিথিয়াম আয়ন ব্যাটারি
ঘ) ড্রাইসেল
সঠিক উত্তর: (খ)
৭৫.কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার?
ক) প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার
খ) ক্যালোমেল তড়িৎদ্বার
গ) সিলভার-সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার
ঘ) কুইনহাইড্রোন তড়িৎদ্বার
সঠিক উত্তর: (ক)
৭৬.তড়িৎ কোষে ব্যবহৃত ধনাত্মক চার্জযুক্ত তড়িদদ্বারকে কী বলে?
ক) ক্যাথোড খ) অ্যানোড
গ) ব্যাটারী ঘ) লবণ সেতু
সঠিক উত্তর: (খ)
৭৭.লেড স্টোরেজ ব্যাটারিতে H2SO4 দ্রবণের ঘনত্ব কত?
ক)1.0 খ) 1.2
গ) 1.4 ঘ) 1.8
সঠিক উত্তর: (খ)
৭৮.তড়িৎ বিভব নির্ণয় করতে কোষে কোনটি ব্যবহার করা হয়?
ক) অ্যামিটার খ) ভোল্টমিটার
গ) পোলারিমিটার ঘ) মনোমিটার
সঠিক উত্তর: (খ)
৭৯.ক্লোরিন পরমাণুর আয়ন (CI-) এর কেন্দ্রে প্রোটন সংখ্যা কত?
ক) 17 টি খ) 19 টি
গ) 20 টি ঘ) 18 টি
সঠিক উত্তর: (ঘ)
৮০. প্লাটিনাম তড়িদদ্বার ব্যবহার করা হয়-
i. অ্যালকালি ফুয়েল সেলে
ii. মল্টেন কার্বনেট ফুয়েল সেলে
iii. সলিড অক্সাইড ফুয়েল সেলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮১.5.0A বিদ্যুৎ 10 মিনিট যাবৎ তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে প্রবাহিত করলে তড়িৎ চার্জ কত হবে?
ক) 50C খ) 500C
গ) 3000C ঘ) 550C
সঠিক উত্তর: (গ)
৮২.হাইড্রোেজেন-অক্সিজেন ফুয়েল সেলের ধনাত্মক তড়িদদ্বার তৈরি করা হয় কোনটির সাহায্যে?
ক) জিঙ্ক খ) গ্রাফাইট
গ) কপার ঘ) সিলভার
সঠিক উত্তর: (খ)
৮৩.ফুয়েল সেলে প্রভাবক হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
ক) গ্রাফাইট কার্বন খ) আয়রন
গ) মলিবডেনাম ঘ) প্লাটিনাম
সঠিক উত্তর: (ঘ)
৮৪.তড়িৎ কোষে সাধারণত কয়টি তড়িদদ্বার থাকে?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ১টি
সঠিক উত্তর: (ক)
৮৫.তড়িৎবিশ্লেষ্য পরিবহনের সময় কী ঘটে?
ক)রাসায়নিক পরিবর্তন খ) ভৌত পরিবর্তন
গ) উভয় পরিবর্তনই ঘ) ধাতব পরিবর্তন
সঠিক উত্তর: (ক)
৮৬.গ্যাস ইলেকট্রোডে কত চাপ নিয়ন্ত্রণ করা হয়?
ক)1atm খ) 5 atm
গ) 2 atm ঘ) 10 atm
সঠিক উত্তর: (ক)
৮৭.কোনটি দ্বারা এসিড হতে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা অসম্ভব?
ক) কোবাল্ট খ) নিকেল
গ) লেড ঘ) কপার
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
ধাতু প্রমাণ জারণ বিভব
13P + 1.66
25Q + 1.18
30R + 0.76
9S + 2.87
৮৮.উল্লেখিত ধাতুগুলোর মধ্যে কোনটি অধিক সক্রিয়?
ক) S খ) P গ) Q ঘ) R
সঠিক উত্তর: (খ)
৮৯.সিরিজটি থেকে বুঝা যায়-
i. P সহজে ইলেকট্রন ত্যাগ করে
ii. S ধাতুটি অধিক সক্রিয়
iii. R এর চেয়ে Q অ্যানোড হিসেবে অধিক উপযোগী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii
গ) ii ঘ) iii
কোন মন্তব্য নেই