MCQ Quantitative Chemistry (পরিমানগত রসায়ন )
৩য় অধ্যায়: পরিমাণগত রসায়ন
Visit my Channel
https://www.youtube.com/channel/UC85E4M45JyYsYIad5D3Sw3A?sub_confirmation=1

১.পারমাণবিক শোষণ বর্ণালিতে সৃষ্ট রেখার নাম-
i. কালো শোষণ বর্ণালি
ii. পারমাণবিক শোষণ বর্ণালি
iii. উজ্জ্বল বিকিরণ বর্ণালি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২. একটি দ্রবণে ঘনমাত্রা 5 ppm বললে বুঝা যায়-
i. 1 লিটারে দ্রবীভূত দ্রবের পরিমাণ 5g
ii. 1 লিটারে দ্রবীভূত দ্রবের পরিমাণ 5mg
iii. 1 মিলিলিটারে দ্রবীভূত দ্রবের পরিমাণ 5μg
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩.গ্যাস ক্রোমাটেগ্রাফী কোনটির সমতুল্য?
ক)আংশিক পাতল খ) নিম্নচাপ পাতন
গ) বাষ্প পাতন ঘ) পাতন
সঠিক উত্তর: (ক)
৪.ইলেকট্রন ধাপান্তরের জন্য যেসব অণুর কম শক্তি প্রয়োজন সেগুলো শোষণ করে-
ক) দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্য রেডিয়েশন
খ)ক্ষুদ্রতর তরঙ্গদৈর্ঘ্য রেডিয়েশন
গ) মধ্যম তরঙ্গদৈর্ঘ্য রেডিয়েশন
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৫.যৌগের মাত্রিক বিশ্লেষণ করা হয় কীসের সাহায্যে?
ক) ইনজেক্টর খ) ডিটেক্টর
গ) ডাটা সিস্টেম ঘ) ওয়অস্ট
সঠিক উত্তর: (গ)
৬.মোলার ঘনমাত্রাকে ppm এককে প্রকাশের ক্ষেত্রে মূল নিয়ামক কোনটি?
ক) আয়তন খ) ভর
গ) তাপমাত্রা ঘ) দ্রবের পরিমাণ
সঠিক উত্তর: (ঘ)
৭.মাধ্যমের গুরুত্ব ও আলোক তীব্রতা হ্রাসের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোনটি?
ক) বিয়অর খ) ল্যাম্বার্ট
গ) ডাল্টন ঘ) বাউজার
সঠিক উত্তর: (খ)
৮.গ্যাস ক্রোমাটোগ্রাফীর যান্ত্রিক ব্যবস্থায় থাকে-
i. স্থির মাধ্যমে বেশি আকৃষ্ট হয়
ii. স্থির মাধ্যমে কম আকৃষ্ট হয়
iii. গতিবেগ বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯.নির্দেশক-
i. টাইট্রেশনকালে বিক্রিয়ার সমাপ্তি
ii. সমাপ্তি বিন্দুতে এর সুস্পষ্ট বর্ণ পরিবর্তন ঘটে
iii. প্রশমন বিন্দুতে হঠাৎ বর্ণ পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০.গ্যাস ক্রোমাটোগ্রাফিতে চলমান দশা হিসেবে ব্যবহার করা হয়?
ক) গ্যাস খ) কঠিন
গ) তরল ঘ) গ্যাস ও তরল
সঠিক উত্তর: (ক)
১১.ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ নির্দেশক নিমজ্জিত করলে কী বর্ণ ধারণ করে?
ক)হলুদ খ) নীল
গ)কমলা ঘ) বেগুনী
সঠিক উত্তর: (ক)
১২.এবজরবেন্স পরিবর্তিত হয়-
ক) তরঙ্গদৈর্ঘ্যের সাথে
খ) মাধ্যমের পুরুত্বের সাথে
গ) দ্রবণের ঘনমাত্রার সাথে
ঘ) কোনোটির সাথেই নয়
সঠিক উত্তর: (ক)
১৩.এক লিটার দ্রবণে অর্ধমোল দ্রব থাকলে ঐ দ্রবণকে বলা হয়-
ক) মোলার দ্রবণ খ) সেমিমোলার দ্রবণ
গ) সেন্টিমোলার দ্রবণ ঘ) সেমিমোলার দ্রবণ
সঠিক উত্তর: (খ)
১৪.মোলালিটি কোনটির সাথে সম্পর্কিত?
ক)দ্রবণের ভর খ) দ্রাবকের ওজন
গ) দ্রাবকের আয়তন ঘ) দ্রবণের আয়তন
সঠিক উত্তর: (খ)
১৫.অ্যামোনিয়া গ্যাস কোন প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়?
ক) উর্ধ্বমুখী খ) অধোমুখী
গ) নিম্নমুখী ঘ) উভমুখী
সঠিক উত্তর: (গ)
১৬.তীব্র এসিড বনাম তীব্র ক্ষারক টাইট্রেশনের ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক-
i. মিথাইল অরেঞ্জ
ii. ফেনফথ্যালিন
iii. থাইমলথ্যালিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭.নির্দিষ্ট তীব্রতার একবর্ণী আলোকরশ্মি একটি সমসত্ত্ব দ্রবনের উপর আপতিত হলে রশ্নির-
i. কিছু অংশ প্রতিফলিত হয়
ii. কিছু অংশ শোষিত হয়
iii. বাকি অংশ দ্রবণের মধ্যদিয়ে প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ)i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮.কোন গ্যাস বায়ু অপেক্ষা ভারী?
ক) H2 খ) CI2
গ)O2 ঘ) CO2
সঠিক উত্তর: (ঘ)
১৯.গ্যাস ক্রোমাটোগ্রাফিতে চলমান দশা হিসেবে কী ব্যবহৃত হয়?
ক) কঠিন খ) তরল
গ) গ্যাস ঘ) পানি
সঠিক উত্তর: (গ)
২০.রাসায়নিক গণনায় কোনটি নির্ণীথ হয়?
ক) গুণগত পরিমাণ খ)পরিমাণগত পরিমাণ
গ) উৎপাদের পরিমাণ ঘ) বিক্রিয়কের পরিমাণ
সঠিক উত্তর: (খ)
২১.পানমাণবিক শোষণ অণুর অভ্যন্তরীণ শক্তিকে-
ক) হ্রাস করে খ) বৃদ্ধি করে
গ) অপরিবর্তিত রাখে ঘ) দ্বিগুণ বৃদ্ধি করে
সঠিক উত্তর: (খ)
২২.মোলারিটি ও নরমালিটির চেয়ে মোলালিটির অধিকতর সুবিধা হচ্ছে এটি-
i. দ্রবণের আয়তন, তাপমাত্রার ওপর নির্ভরশীল নয়
ii. তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয়
iii. তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
ক)i খ) ii
গ)ii ও iii ঘ)iii
সঠিক উত্তর: (গ)
২৩.টাইট্রেশন একটি-
ক) ভরমিত্রিক পদ্ধতি খ) আয়তনমিতিক পদ্ধতি
গ) সংশ্লেষণ পদ্ধতি ঘ) ক ও খ
সঠিক উত্তর: (খ)
২৪.তাপমাত্রা ও চাপের পরিবর্তনে গ্যাসের-পরিবর্তন হয়।
i. আয়তন
ii. মোল সংখ্যা
iii. অণুর সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i খ)i ও iii
গ) ii ও iii ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫.বর্তমানে বিশ্লেষণী রসায়নে শক্তিশালী প্রযুক্তি হিসেবে সার্বজনীন স্বীকৃতি লাভ করেছে কোনটি?
ক) HPLC খ) GLC
গ) GSC ঘ) GC
সঠিক উত্তর: (ক)
২৬.মোলার ঘনমাত্রাকে শতকরা এককে প্রকাশের ক্ষেত্রে মূল নিয়ামক-
i. অম্ল তার অম্লত্ব বিনষ্ট করে
ii. ক্ষার তার ক্ষারকত্ব বিনষ্ট করে
iii. লবণ ও পানি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ)i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭.সালফারের আণবিক সংকেত Ss। 500g সালফারের মোল সংখ্যা কত?
ক) 2 মোল খ) 2.5 মোল
গ) 1.95 মোল ঘ) 2.95 মোল
সঠিক উত্তর: (গ)
২৮.জবা ফুলের রস এসিড দ্রবণে কী বর্ণ ধারণ করে?
ক) গোলাপি খ) সবুজ
গ) লাল ঘ) হলুদ
সঠিক উত্তর: (ক)
২৯.অ-আয়নিত নির্দেশকের বর্ণ কীরূপ?
ক)হলুদ খ) গোলাপি
গ) বর্ণহীন ঘ) নীল
সঠিক উত্তর: (গ)
৩০.এক মোল হাইড্রোজেন উৎপাদনে কত গ্রাম ইথানল প্রয়োজন?
ক) 46g খ) 60g
গ) 80g ঘ) 92g
সঠিক উত্তর: (ঘ)
৩১.অণুতে ইলেকট্রন ধাপান্তর সৃষ্টি করে-
i. অতি বেগুণি রশ্মি শোষণ
ii. মাইক্রোওয়েভ রশ্মি শোষণ
iii. দৃশ্যমান রশ্মি শোষণ
নিচের কোনটি সঠিক?
ক) ও ii খ) i ও iii
গ)ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২.নিচের কোনটি প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে ব্যবহৃত হয় না?
ক) পটাসিয়অম ডাইক্রোট
খ) ইথেন ডাই অয়িক এসিড
গ) এক এসিডীয় সোডা
ঘ) অনাদ্র সোডিয়াম কার্বনেট
সঠিক উত্তর: (গ)
৩৩.গ্যাস ক্রোমাটোগ্রাফীর যান্ত্রিক ব্যাবস্থায় থাকে-
i. কলাম
ii. ডিটেক্টর
iii. ইনজেক্টর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪.কোন যৌগসমূহ কঠিন পৃষ্ঠদেশে অনেকটা স্থায়ীভাবে অাবদ্ধ হয়?
ক) অধিক পোলার খ) কম পোলার
গ)অপোলার ঘ) গ্যাসীয়
সঠিক উত্তর: (ক)
৩৫.মোলার দ্রবণ প্রস্তুতে কোনটির আণবিক ভর জানা প্রয়োজন?
ক) দ্রব খ) দ্রাবক
গ) দ্রবণ ঘ)মিশ্রণ
সঠিক উত্তর: (ক)
৩৬.ক্ষার দ্রবণে এসিড যোগ করলে কী উৎপন্ন হয়?
ক)লবণ খ) লবণ ও পানি
গ) কার্বন-ডাই অক্সাইড ঘ) পানি
সঠিক উত্তর: (খ)
৩৭.নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে এক মৌল দ্রব দ্রবীভূত থাকলে সে দ্রবণকে কি বলে?
ক) মোলার দ্রবণ খ) মোলার দ্রবণ
গ) নরমাল দ্রবণ ঘ) সম্পৃক্ত দ্রবণ
সঠিক উত্তর: (খ)
৩৮.এসিডের আণবিক ভরকে ঐ এসিডের ক্ষারকতা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে কী বলা হয়?
ক) মোলার ভর খ) তুল্য ভর
গ) অম্লত্ব ঘ) ক্ষারকত্ব
সঠিক উত্তর: (খ)
৩৯.নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম-আণবিক ভর বা মোল সংখ্যাকে কি বলে?
ক) নরমালিটি খ) মোলারিটি
গ) মোলালিটি ঘ) মোল ভগ্নাংশ
সঠিক উত্তর: (খ)
৪০.জারক পদার্থের বৈশিষ্ট্য-
i. জারণ ঘটায়
ii. এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে
iii. নিজের বিজারণ ঘরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১.কোনো গ্যাসকে STP থেকে SATP অবস্থায় রূপান্তর করলে-
i. আয়তন বৃদ্ধি পাবে
ii. চাপের পরিবর্তন হবে না
iii. তরল হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i
গ) ii ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪২.250C তাপমাত্রা ও প্রমাণ চাপ (760 mm) এ 1 mole যেকোনো গ্যাসের আয়তন কত?
ক) 24.8 dm3 খ) 22.4 dm3
গ) 12 dm3 ঘ) 10 dm3
সঠিক উত্তর: (ক)
৪৩.কোন্টি জারক পদার্থ?
ক) CO খ) H2S
গ) H2 ঘ) O2
সঠিক উত্তর: (ঘ)
৪৪.নিচের কোনটি সেকেন্ডারি স্টান্ডার্ড পদার্থ?
ক)পটাসিয়াম পারম্যাঙ্গানেট
খ) পটাসিয়াম ডাইক্রমেট
গ) অক্সালিক এসিড
ঘ) সোডিয়াম কার্বনেট
সঠিক উত্তর: (ক)
৪৫.গ্যাস তরল ক্রোমাটোগ্রাফিতে বাহক গ্যাস কোনটি?
ক)নাইট্রোজেন খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন ঘ) কার্বন মনোক্সাইড
সঠিক উত্তর: (ক)
৪৬.আয়তনিক বিশ্লেষণে প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়-
ক) প্রাইমারি স্টান্ডার্ড পদার্থ
খ) সেকেন্ডারি স্টান্ডার্ড পদার্থ
গ) সোডিয়াম থায়োসালফেট
ঘ) পটাসিয়াম পারম্যাঙ্গানেট
সঠিক উত্তর: (ক)
৪৭.নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে পানিতে যাগ করলে নিচের কোনটি পরিবর্তিত হয় না?
ক)দ্রবণের আয়তন খ) দ্রবণের ঘনমাত্রা
গ) দ্রবণে দ্রবের পরিমাণ ঘ) দ্রাবকের পরিমাণ
সঠিক উত্তর: (গ)
৪৮.ল্যাবরেটরিতে দ্রবণের মাত্রা- হওয়াই বাঞ্ছনীয়?
ক)বেশি খ) অল্প
গ) অনেক বেশি ঘ) IM
সঠিক উত্তর: (খ)
৪৯.নির্দেশক দ্রবণ প্রস্তুতিতে ব্যবহার করা যায়-
ক)রঙিন গোলাপ খ) সাদা গোলাপ
গ) রজনীগন্ধা ঘ) সাদা জবা
সঠিক উত্তর: (ক)
৫০.পারমাণবিক শোষণ বর্ণালিতে নমুনা দ্রবণকে শিখায়-হিসেবে স্প্রে করা হয়।
ক)বড় কণা খ) সূক্ষকণা
গ) কলয়ডীয় কণা ঘ) তরল
সঠিক উত্তর: (খ)
৫১.5g O2 তৈরিতে কী পরিমাণ KCIO3 প্রয়োজন হবে?
ক) 10.57g খ) 12.22g
গ) 12.77g ঘ) 22.37g
সঠিক উত্তর: (গ)
৫২.ক্ষারীয় দ্রবণে ফেনলফ্থ্যালিন সংস্পর্শে কী বর্ণ হয়?
ক)লাল খ) নীল
গ)গোলাপি লাল ঘ) হলুদ
সঠিক উত্তর: (গ)
৫৩.প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়-
ক)প্রভাবক
খ)নির্দেশক
গ)প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ
ঘ)সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ
সঠিক উত্তর: (গ)
৫৪.অক্সালিক এসিডের সেমিমোলার দ্রবণ-
i. একটি প্রমাণ দ্রবণ
ii. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের দ্রবণ
iii. এর ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৫.মোলার আয়তনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে-
ক)বয়েলের সূত্র খ) চার্লসের সূত্র
গ) অ্যাভোগড্রোর সূত্র ঘ) ব্যাপন সূত্র
সঠিক উত্তর: (গ)
৫৬.নমুনা বিন্দু ও ক্রোমাটোগ্রাফীর চূড়ার মধ্যবর্তী বিন্দুর দূরত্ব পর্যন্ত সময়কে বলে উপাদানের-
i. ধারণ সময়
ii. রিটেশন সময়
iii. রিটেশন আয়তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i
গ) ii ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫৭.টাইট্রেশনে ব্যবহৃত যন্ত্রপাতি-
i. কনিক্যাল ফ্লাস্ক
ii. ফানেল
iii. ব্যুরেট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮.কোন বিক্রিয়ায় এসিড তার এসিডত্ব এবং ক্ষার তার ক্ষারকত্ব বিনষ্ট করে লবণ ও পানি উৎপন্ন করে?
ক) জারণ-বিজারণ বিক্রিয়া
খ) সংশ্লেষণ বিক্রিয়া
গ)সমাণুকরণ বিক্রিয়া
ঘ) প্রশমন বিক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
৫৯.জারণ-বিক্রিয়ায় যে পদার্থ দ্বারা জারণ ঘটে তাকে কী বলে?
ক)জারিত পদার্থ খ) বিজারিত পদার্থ
গ) বিজারক ঘ) জারক
সঠিক উত্তর: (ঘ)
৬০.ফেনফথ্যালিন ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয়?
ক) গোলাপি খ) বর্ণহীন
গ) লাল ঘ) হলুদ
সঠিক উত্তর: (ক)
৬১.নাইট্রিক এসিড এর সংযুক্তিতে N এর শতকরা পরিমাণ কত?
ক)1.60% খ) 14.2%
গ) 22.22% ঘ) 76.18%
সঠিক উত্তর: (গ)
৬২.গ্যাস-কঠিন ক্রোমাটোগ্রাফিতে-
i. স্থির দশা কঠিন
ii. চলমান দশা গ্যাস
iii. স্থির দশা গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৩.এক পরমাণুবিশিষ্ট সরল আয়নের জারণ সংখ্যা তাদের-সামান?
ক) যোজণীর খ) চার্জের
গ) যোজনী ও চার্জ উভয়ের ঘ) ইলেকট্রনের
সঠিক উত্তর: (খ)
৬৪.তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কোনটি?
ক) মোলারিটি খ) মোলালিটি
গ) শতকরা হার ঘ) নরমালিটি
সঠিক উত্তর: (খ)
৬৫.বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে সুস্পষ্ট বর্ণ পরিবর্তন ঘটে কোনটির?
ক) এসিডের খ) ক্ষারকের
গ) প্রমাণ দ্রবণের ঘ) নির্দেশকের
সঠিক উত্তর: (গ)
৬৬.এক মোল পরমাণু অক্সিজেন=?
ক) 32 খ)16
গ)32g ঘ) 16g
সঠিক উত্তর: (ঘ)
৬৭.কোনটি অম্লীয় অক্সাইড?
ক)CO খ) N2O
গ) SO2 ঘ) NO
সঠিক উত্তর: (গ)
৬৮.যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে কী বলা হয়?
ক) জারক খ) জারণ
গ) বিজারক ঘ) বিজারণ
সঠিক উত্তর: (ঘ)
৬৯.কোন ধরনের নমুনার ক্ষেত্রে HPLC প্রযুক্তির ব্যবহার ফলপ্রসু?
ক) জৈব খ) অজৈব
গ) জটিল ঘ) যেকোনো ধরনের
সঠিক উত্তর: (ঘ)
৭০.অক্সালিড এসিড ও NaOH দ্রবণের টাইট্রেশনে নির্দেশক হলো-
ক) মিথাইল অরেঞ্জ খ) মিথাইল রেড
গ) ফেনফথ্যালিন ঘ) যেকোনো নির্দেশক
সঠিক উত্তর: (গ)
৭১.নির্দিষ্ট তীব্রতার আলোকরম্মি একটি সমসত্ত্ব দ্রবণের উপর আপতিত হলে এটি কয়ভাগে বিভক্ত হয়ে যায়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে
গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (খ)
৭২.ক্রোমোফারের উদাহরণ হলো-
i. নাইট্রো মূলক
ii. নাইট্রোসো মূলক
iii. অ্যাজো মূলক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩.MnO2 + HCI→MnCI2 + CI2 + H2O; সমীকরণে-
i. সমতাকরণ হয়নি
ii. উৎপাদ H2O সংখ্যা ঠিক রয়েছে
iii. 4টি HCI নিলে CI2 এর সমতা বিধান হবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii
গ) iii ঘ)ii
সঠিক উত্তর: (খ)
৭৪.বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণ এর প্রত্যেক উপাদান এককভাবে মিশ্রণের সমদ্র আয়তন দলখ করে যে চাপ দেয়, তাকে ঐ উপাদান গ্যাসের কি বলে?
ক) চাপ খ) বাষ্পচাপ
গ) আংশিক চাপ ঘ) আয়তন বলে
সঠিক উত্তর: (গ)
৭৫.PHLC তে সচল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়-
i. বিশুদ্ধ পানি ও মিথাইল
ii. অ্যাসিটো নাইট্রাইল
iii. বেনজিন
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৬.বিক্রিয়কের ভৌত অবস্থা কয় প্রকৃতির হতে পারে?
ক) চার খ) তিন
গ) দুই ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৭৭.স্থির উষ্ণতায় 1000 cm3 দ্রবণে দ্রবীভূত দ্রব্যের গ্রামতুল্য ভর সংখ্যাকে দ্রবণের কী বলে?
ক) নরমালিটি খ) মোলার
গ) মোলালিটি ঘ) মোলারিটি
সঠিক উত্তর: (ক)
৭৮.কোন্টি সেমিমোলার দ্রবণ:
ক) 0.01M খ) 0.05M
গ) 0.50M ঘ) 0.10M
সঠিক উত্তর: (ঘ)
৭৯.মিথাইল অরেঞ্জ কী?
ক) দুর্বল জৈব এসিড খ) শক্তিশালী জৈব এসিড
গ) দুর্বল জৈব ক্ষার ঘ) শক্তিশালী জৈব ক্ষার
সঠিক উত্তর: (গ)
৮০.HCI এসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ-
ক) লাল খ) হলুদ
গ)গোলাপি ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ক)
৮১.উৎস হতে নির্গত রেডিয়েশনের তরঙ্গদৈর্ঘ্য শিখায় বিদ্যমান-দ্বারা শোষিত তরঙ্গদৈর্ঘ্যের অনুরূপ।
ক) পরমাণু খ) অণু
গ) যৌগ ঘ)পরমাণু ও অণু
সঠিক উত্তর: (ক)
৮২.কোনটি দ্রবণের আয়তন এবং দ্রব্যের মোল সংখ্যার সঙ্গে সম্পর্কিত?
ক) মোল ভগ্নাংশ খ) মোলারিটি
গ)নরমালিটি ঘ)মোলালিটি
সঠিক উত্তর: (খ)
৮৩.স্থির মাধ্যমে শোষিত যৌগের দ্রাব্যতা নির্ভর করে-
i. সচল মাধ্যমের সংযুক্তির উপর
ii. তাপমাত্রার উপর
iii. স্থির মাধ্যমের সংযুক্তির উপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৪.গাঢ় হাইড্রোক্লোরি এসিড হলো একটি-
ক) প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ
খ)সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ
গ)নির্দেশক
ঘ)প্রভাবক
সঠিক উত্তর: (খ)
৮৫.জারণ-বিজারণ বিক্রিয়ার পূর্ণ সমীকরণে কয়টি অংশ থাকে?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৮৬.সমীকরণভিত্তিক রাসায়নিক গণনায় অনুসরণকৃত ধাপসমূহ হলো-
i. সংশ্লিষ্ট বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ লেখা
ii. বিক্রিয়কের ভর থেকে মোল সংখ্যা গণনা
iii. উৎপাদের মোল সংখ্যা থেকে আয়তন গণনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
একটি রাসায়নিক পরীক্ষারগারে রাসায়নিক পরীক্ষায় পানি উৎপন্ন করতে 20g H2 গ্যাস এবং 200g O2 গ্যাসের মধ্যে দিয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গ প্রয়োগ করা হয়।
৮৭.STP তে উৎপন্ন জলীয় বাষ্পের আয়তন কত?
ক) 224 dm3 খ) 80 dm3
গ) 44.8 dm3 ঘ) 24.8 dm3
সঠিক উত্তর: (ক)
৮৮.উদ্দীপকের সংশ্লিষ্ট রাসায়নিক পরীক্ষায়-
i. 40 g অক্সিজেন অবশিষ্ট থাকবে
ii. সম্পূর্ণ হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করবে
iii. গ্যাস আয়তন সূত্র মেনে চলবে
নিচের কোনটি সঠিক?
ক)i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
কোন মন্তব্য নেই