Chemistry Mart

Header ADS

MCQ Environmental Chemistry

 পরিবেশ রসায়ন

১."অণুগুলোর গতিবেগ গ্যাসের উপর আরোপিত তাপমাত্রার উপর নির্ভরশীল"-এটি কার গাণিতিক ব্যাখ্যা হতে দেখা যায়?

  ক) বয়েসের                 খ) চার্লসের  

  গ) গ্যা-লুসাকের  ঘ) অ্যাভোগড্রোর

সঠিক উত্তর: (খ)

২.পানিচক্রে পানি প্রবাহের সময় পানিতে কি দ্রবীভূত হয়?

  ক) এসিড  খ) ক্ষারক           গ) লবণ     ঘ) বর্জ্য

সঠিক উত্তর: (গ)

৩.স্থির তাপমাত্রায় চাপ বনাম আয়তনের লেখচিত্রটি কেমন হবে?

  ক) উপবৃত্তীয়     খ) পরাবৃত্তীয়     গ) বৃত্তীয়    ঘ) অধিবৃত্তীয়

সঠিক উত্তর: (ঘ)

৪.গ্রীন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসটি কী?

  ক) NO2       খ) No        গ) Co      ঘ) CO2

সঠিক উত্তর: (ঘ)

৫.গ্যাসের আয়তন 1400 হলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত পাওয়া যাবে?

 ক) 273 K                            খ) 373 K 

গ) 473 K                             ঘ) 473 K

সঠিক উত্তর: (গ)

৬.গ্রীষ্ম ও বর্ষাকালে বায়ুমন্ডলে কী বৃদ্ধির কারণে বিরূপ পৃকৃতির আবহাওয়ার সৃষ্টি হয়ে থাকে?

 ক) জলীয় বাষ্প                 খ) অক্সিজেন

 গ) নাইট্রোজেন                 ঘ) হাইড্রোজেন

সঠিক উত্তর: (ক)

৭.গ্যাসের অণুসমূহ সর্বদা অতিদ্রুত গতিতে ছুটাছুটি করে-

 ক) চক্রপথে                   খ) গোলাকার পথে

 গ) সরলপথে                   ঘ) উঁচু নিচু পথে

সঠিক উত্তর: (গ)

৮.কোন উৎসের পানিকে প্রাকৃতিক পতিত পানি বলা হয়?

 ক) বৃষ্টির পানি                 খ) নদীর পানি

 গ) ঝরনার পানি    ঘ) হিমবাহের পানি

সঠিক উত্তর: (ক)

৯. ক)  খ)   গ)   সঠিক উত্তর:

১০.ভূ-পৃষ্ঠ হতে কম উচ্চতা পর্যন্ত অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে?

 ক) 160 M                  খ) 1600 M

গ) 160 km                   ঘ)  1600 km

 সঠিক উত্তর: (ঘ)

১১.স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়লে-

 ক) আয়তন বাড়বে  খ) আয়তন কমবে

 গ) আয়তন স্থির থাকবে           ঘ) ঘনত্ব কমবে

 সঠিক উত্তর: (খ)

১২.ওজোনস্তর ক্ষয়রোধে CFC এর বিকল্প হিসেবে কোন জাতীয় যৌগের ব্যবহারের প্রস্তাব করা হয়েছে?

 ক) ক্ষার ধাতু                 খ) মৃৎক্ষার ধাতু

 গ) হাইড্রোহ্যালো অ্যালকেন           ঘ) অ্যালকেন

 সঠিক উত্তর: (গ)

১৩.ডাল্টনের আংশিক চাপসূত্র কার্যকর হবে-

i. যখন চাপ উচ্চ থাকে

ii. যখন চাপ নিম্ন থাকে

iii. যখন তাপমাত্রা উচ্চ থাকে 

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) i ও iii

 গ) ii ও iii                    ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (গ)

১৪.ব্যাপন কোন ধরেনের প্রক্রিয়া?

 ক) সালোকসংশ্লেষণ   খ) অভিস্রবণ

 গ) স্বতঃস্ফুর্ত                  ঘ) নিঃসরণ

সঠিক উত্তর: (গ)

১৫.শিল্পের মারাত্মকভাবে বায়ুর দূষণ ঘটিয়ে থাকে-

 ক) গ্যাসীয় বর্জ্য    খ) তরল বর্জ্য

 গ) কঠিন বর্জ্য                ঘ) ধুলাবালি

 সঠিক উত্তর: (ক)

১৬.গে-লুসাকের চাপ সূত্রে মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়-

  ক) চাপ ও তাপমাত্রার মধ্যে       

  খ) চাপ ও আয়তনের মধ্যে

  গ) তাপমাত্রা ও আয়তনের মধ্যে

  ঘ) তাপ ও ঘনমাত্রার মধ্যে

 সঠিক উত্তর: (ক)

১৭.এসিড বৃষ্টির অন্যতম উপাদান কোনটি?

 ক) ক্লোরোফ্লোরোকার্বন  খ) বস্তুকণা

 গ) SO2                    ঘ) CO

সঠিক উত্তর: (গ)

১৮.নিচের কোনটির প্রভাবে ওজোন স্তরের ক্ষয় সৃষ্টি হয়?

 ক) মিথেন                    খ) CO2

 গ) হাইড্রোফ্লোরোকার্বন     ঘ) ক্লোরোফ্লোরোকার্বন

সঠিক উত্তর: (ঘ)

১৯.অ্যামগা বক্র কে প্রথম পর্যবেক্ষণ করেন?

 ক) অ্যঅভোগ্যাড্রো   খ) ডাল্টন

 গ) বিজ্ঞানী অ্যামাগা ঘ) নিউটন

সঠিক উত্তর: (গ)

২০.গে-লুসাকের সূত্রানুসারে গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সাথে কীভাবে সম্পর্কযুক্ত?

 ক) সমানুপাতিক    খ) বর্গের সমানুপাতিক

 গ) বর্গমূল্যের সমানুপাতিক          ঘ) ব্যস্তানুপাতিক

সঠিক উত্তর: (ক)

২১.শিল্পগতভাবে নাইট্রোজেন আবদ্ধকরণের প্রক্রিয়া কোনটি?

 ক) ফ্রিডেল ক্যাফটকজ বিক্রিয়া খ) অসওয়াল্ড পদ্ধতি

 গ) হেবার-বস পদ্ধতি  ঘ) থার্মিট প্রক্রিয়া

সঠিক উত্তর: (গ)

২২.লিটার বায়ুচাপ এককে মোলার গ্যাস ধ্রুবক R এর মান কত?

 ক) 0.082                   খ) 0.831

 গ) 1.987                    ঘ) 9.316

সঠিক উত্তর: (ক)

২৩.পৃথিবীপৃষ্ঠ তাপ শোষণের পরে তাপ-

 ক) বিকিরণ করে   খ) উত্তপ্ত করে

 গ) ঠান্ডা করে                 ঘ) নিঃশেষ করে

সঠিক উত্তর: (ক)

২৪.চামড়া শিল্পের প্রধান নিচের কোনটি?

 ক) সালফাইড                  খ) হাইড্রোকার্বন

 গ) অ্যালডিহাইড    ঘ) এসিড বাষ্প

 সঠিক উত্তর: (ক)

২৫.ভূ-অভ্যন্তর ভাগ থেকে কোন পর্যন্ত আমাদের পরিবেশ বিস্তৃত?

 ক) ওজোনস্তর                  খ) ভূ-পৃষ্ঠ

 গ) সমুদ্রপৃষ্ঠ                   ঘ) আয়নমন্ডল

সঠিক উত্তর: (ক)

২৬.কোন যৌগ হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে শরীরে O2 প্রবাহ বাঁধা সৃষ্টি করে?

 ক) CO2                    খ) NO

 গ) CO                     ঘ) H2S

সঠিক উত্তর: (গ)

২৭.CFC কোন বিক্র্রিয়ার মাধ্যমে ওজোন স্তর ক্ষয় করে?

 ক) চেইন বিক্রিয়া   খ) যুত বিক্রিয়া

 গ) অপসারণ বিক্রিয়া  ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া

সঠিক উত্তর: (ক)

২৮.বিস্তীর্ণ এলাকার বায়ু হঠাৎ উপরের দিকে উঠে গিয়ে কী সৃষ্টি করে?

 ক) অতিরিক্ত তাপ   খ) অতিরিক্ত চাপ

 গ) বায়ু শূন্যতার    ঘ) বায়ু আধিক্য

 সঠিক উত্তর: (গ)

২৯.নকিং রোধের কারণে কীসের সাথে TEL মিশ্রিত করা হয়?

 ক) পেট্রোল                   খ) ডিজেল

 গ) কেরোসিন                  ঘ) মবিল

সঠিক উত্তর: (ক)

৩০.রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্রীনহাউজ গ্যাসের-

i. বায়ুমন্ডলে প্রধান উৎস অ্যারোসল

ii. প্রকৃতি নিষ্ক্রিয় ও দাহ্য

iii. তাপধারণ ক্ষমতা মিথেনের চেয়ে বেশি

নিচের কোনটি সঠিক?

 ক) i                       খ) i ও iii

 গ) ii                       ঘ) iii

সঠিক উত্তর: (খ)

৩১.জন ডাল্টনের পেশা কী ছিল?

 ক) শিক্ষকতা                  খ) ব্যবসায়ী

 গ) পদার্থবিদ                  ঘ) দার্শনিক

সঠিক উত্তর: (ক)

৩২.করিওলিস প্রভাব মূলত কী?

 ক) পৃথিবীর মূর্ণন প্রক্রিয়া

 খ) চাঁদের প্রভাব দ্বারা সংঘটিত আবর্তন

 গ) পৃথিবীর আবর্তনজনিত শক্তি দ্বারা সংঘটিত প্রভাব

 ঘ) বায়ু প্রবাহ দ্বারা সংঘটিত প্রভাব

 সঠিক উত্তর: (গ)

৩৩.সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে কত যোগ করলে পরম তাপমাত্রা পাওয়া যায়?

 ক) 273                     খ) 0

 গ) 2                      ঘ) 273

 সঠিক উত্তর: (ঘ)

৩৪.বয়েলের সূত্রে কী স্থির থাকে?

 ক) চাপ                    খ)তাপমাত্রা

 গ) ঘনমাত্রা                   ঘ) আয়তন

 সঠিক উত্তর: (খ)

৩৫.বায়ুমন্ডলের শতকরা কত ভাগ 30 km উচ্চতার মধ্যে থাকে?

 ক) 50 ভাগ                  খ) 19 ভাগ

 গ) 59 ভাগ                  ঘ) 99 ভাগ

 সঠিক উত্তর: (ঘ)

৩৬.Cd ধাতু শোষণের ফলে সৃষ্ট রোগের নাম কী?

 ক) অ্যানিমিয়া                 খ) ম্যালেরিয়া

 গ) ইটাই-ইটাই                 ঘ) বাতজ্বর

 সঠিক উত্তর: (গ)

৩৭.খুব কম গ্যাসই চার্লসের সূত্র মেনে চলে-

i. সাধারণ তাপমাত্রায়

ii. সাধারণ চাপে

iii. সাধারণ আয়তনে 

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) i ও iii

 গ) ii ও iii                   ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৩৮.বায়ুমন্ডলে নিক্ষিপ্ত CH4 গ্যাস সক্রিয় থাকে প্রায়-

ক) 5 বছর                   খ) 11 বছর

গ) 16 বছর                  ঘ) 18 বছর

সঠিক উত্তর: (খ)

৩৯.কোনো তরলীকৃত গ্যাসের তাপমাত্রা 5K। সেলসিয়াস স্কেলে তা কত?

 ক) 2680C                   খ) -2730C

 গ) 2730C                   ঘ) -2780C

সঠিক উত্তর: (খ)

৪০.গ্রীন হাউজ প্রবাবে সক্রিয় ভূমিকা পালন করে কোনটি?

 ক) CH4                    খ) C2H4

 গ) C2H2                    ঘ) C2H6

সঠিক উত্তর: (ক)

৪১.ব্রনস্টেড-লাউরীর তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়?

 ক) 1902                    খ) 1903

 গ) 1923                    ঘ) 1932

সঠিক উত্তর: (গ)

৪২.কোন বায়ু অধিক পরিমাণে জলীয় বাষ্প ধারণ করে?

 ক) শীতল বায়ু                 খ) উষ্ণ বায়ু

 গ) হালকা বায়ু                 ঘ) ঘন বায়ু

সঠিক উত্তর: (খ)

৪৩.বাস্তব গ্যাসমমূহ PV=nRT সমীকরণ গ্যাসের গতিতত্ত্বের কয়টি স্বীকার্যের জন্য প্রযোজ্য হয় না?

 ক) একট                    খ) দুইটি

 গ) তিনটি                    ঘ) চারটি

সঠিক উত্তর: (খ)

৪৪.গে-লুসাকের চাপীয় সূত্রের ক্ষেত্রে প্রয়োজন-

i. চাপ

ii. পরম তাপমাত্রা

iii. স্থির আয়তন

নিচের কোনটি সঠিক?

 ক) i                       খ) ii

 গ) ii ও iii                   ঘ) iii

সঠিক উত্তর: (গ)

৪৫.চট্টগ্রামের কোন নদীতে মাছের ডিম পাড়ার জন্য উপযুক্ত?

 ক) ডিমলা                    খ) হালদা

 গ) কর্ণফুলি                   ঘ) নাফ

 সঠিক উত্তর: (খ)

৪৬.গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য?

 ক) কঠিন                   খ) গ্যাসীয়

গ) তরল                     ঘ) প্লাজমা

 সঠিক উত্তর: (খ)

৪৭.রং শিল্পের প্রধান দূষক উপাদান নিচের কোনটি?

 ক) নাইট্রোবেনজিন   খ) হাইড্রোকার্বন

 গ) ধোঁয়া                    ঘ) উড়ন্ত ছাই

 সঠিক উত্তর: (ক)

 

৪৮.গে-লুসাকের সূত্র মতে নিচের কোনটি সঠিক?

 ক) P & T                  খ) T & P

 গ) x & y                   ঘ) V & n

সঠিক উত্তর: (ক)

৪৯.ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় কোথায়?

 ক) সমুদ্রের তলদেশে  খ) গভীর সমুদ্রে

 গ) নদীর ধারে                ঘ) সবুজ বনায়নে

সঠিক উত্তর: (খ)

৫০.দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড়মানকে কী বলে?

 ক) অণুর ভর                 খ) অণুর দূরত্ব

 গ) গড়মুক্ত পথ    ঘ) সংঘর্ষ পথ

সঠিক উত্তর: (গ)

৫১.গে-লুসাকের চাপের সূত্রের লেখ কীরূপ?

 ক) উপবৃত্তাকার     খ) পরাবৃত্তাকার

 গ) অধিবৃত্তাকার    ঘ) সরলরৈখিক

 সঠিক উত্তর: (ঘ)

৫২.গ্যাস আয়তন সূত্র কে প্রদান করেন?

 ক) বয়েল                    খ) চার্লস

 গ) গে-লুসাক                  ঘ) অ্যাভোগেড্রো

সঠিক উত্তর: (গ)

৫৩.গ্যাস সূত্রসমূহের প্রয়োগের ও সূত্রের মেনে চলার যথার্থতার উপর ভিত্তি করে গ্যাসকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

 ক) ২                      খ) ৩

 গ) ৪                       ঘ) ৫

  সঠিক উত্তর: (ক)

৫৪.ধাতু সংকর কোন জাতীয় দ্রব্য

 ক) কঠিন-কঠিন    খ) তরল-তরল

 গ) কঠিন-তরল    ঘ) তরল-কঠিন

 সঠিক উত্তর: (ক)

৫৫.আয়তনের মাত্রা নিচের কোনটি?

 ক) দৈর্ঘ্যের মাত্রা    খ) (দৈর্ঘ্যের মাত্রা)2

 গ) (দৈর্ঘ্যের মাত্রা)3 ঘ) প্রস্থের মাত্রা

 সঠিক উত্তর: (গ)

৫৬.শরীরের আয়নিক সাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কী?

 ক) বায়ু         খ) মাটি        গ) পানি     ঘ) গাছপালা

সঠিক উত্তর: (গ)

৫৭.কোন প্রক্রিয়ায় সেন্টের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে?

 ক) ব্যাপন                    খ) নিঃসরণ

গ) অণুব্যাপন                  ঘ) অভিস্রবণ

সঠিক উত্তর: (ক)

৫৮.গ্যাসের ব্যাপন হারের ওপর প্রভাব বিস্তারকারী নিয়মকগুলো-

i. চাপ

ii. তাপমাত্রা

iii. আণবিক ভর

নিচের কোনটি সঠিক?

 ক) i                       খ) ii

 গ) iii                      ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫৯.ভূ-পৃষ্ঠে আবহাওয়ার সমূদয় কর্মকান্ড সংঘটিত হয়ে কোন স্তরে?

 ক) থার্মোস্ফিয়ার    খ) ট্রপোস্ফিয়ার

গ) মেসোস্ফিয়ার     ঘ) স্ট্রাটোস্ফিয়ার

সঠিক উত্তর: (খ)

৬০.কোনটি বায়ুতে অতিরিক্ত মিশে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে?

 ক) N2         খ) O2        গ) NH3     ঘ) O3

 সঠিক উত্তর: (গ)

৬১.ডাল জাতীয় উদ্ভিদের পচনের ফলে কী উৎপন্ন হয়?

 ক) রাসায়নিক সার  খ) সবুজ সার

 গ) অ্যামোনিয়া                 ঘ) প্রোটিন

 সঠিক উত্তর: (খ)

৬২. সমচাপ রেখা কখন পাওয়া যায়?

 ক) আয়তন বনাম সময়ের লেখচিত্রে

খ) আয়তন বনাম ঘনত্বের লেখচিত্রে

গ) আয়তন বনাম পরম তাপমাত্রার বিপরীত লেখচিত্রে

ঘ) ঘনত্ব বনাম পরম তাপমাত্রার লেখচিত্রে

সঠিক উত্তর: (গ)

৬৩.“গ্যাস অণুর গতিবেগ বিতরণ সূত্র”- কে আবিষ্কার করেন?

 ক) বোল্টজম্যান    `           খ) ম্যাক্সওয়েল

 গ) নিউটন                    ঘ) ক্লসিয়াস

সঠিক উত্তর: (খ)

৬৪.কোন গ্যাসকে সহজেই তরলীকরণ করা যায়-

i. যে গ্যাসের হিমাংক বেশি

ii. যে গ্যাসের সংকট তাপমাত্রা বেশি

iii. যে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি

নিচের কোনটি সঠিক?

 ক) i                       খ) ii

 গ) ii ও iii                   ঘ) iii

সঠিক উত্তর: (গ)

৬৫.ক্লোরোফ্লোরোকার্বনের প্রধান উৎস-

i. জীবাশ্ম জ্বালানি

ii. শীতাতপ নিয়ন্ত্রক

iii. তরল প্রসাধনীর সঞ্চালক

নিচের কোনটি সঠিক?

 ক) i           খ) ii         গ) ii ও iii   ঘ) iii

 সঠিক উত্তর: (গ)

৬৬.গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যসমূহ কয় ভাগে ভাগ বিভক্ত?

 ক) ২ ভাগে       খ) ৩ ভাগে     গ)  ভাগে    ঘ) ৫ ভাগে

সঠিক উত্তর: (ক)

৬৭.IPCC এর গবেষণার ফলাফল অনুসারে আগামী 2150 সালে পৃথিবীর তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?

 ক) 1.8%        খ) 2.8%       গ) 3.8%    ঘ) 4.8%

সঠিক উত্তর: (গ)

৬৮.পানিতে আর্সেনিক কয়ভাবে থাকতে পারে?

 ক) দুই          খ) তিন       গ) চার     ঘ) পাঁচ

 সঠিক উত্তর: (গ)

৬৯.প্রমাণ অবস্থায় Hg চাপ কত?

 ক) 22.4 mm খ) 76.0mm গ) 76.0 m ঘ) 760 mm

সঠিক উত্তর: (ঘ)

৭০.আদর্শ গ্যাস মেনে চলে-

i. বয়েলের সূত্র

ii. চার্লসের সূত্র

iii. অ্যাভোগাড্রোর সূত্র 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৭১.বায়ুর উপাদানের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?

 ক) নাইট্রোজেন                 খ) অক্সিজেন

 গ) কার্বন ডাই অক্সাইড           ঘ) নিয়ন

সঠিক উত্তর: (ক)

৭২.কোন সূত্রের সাহায্যে ডাল্টনের আংশিক চাপ সূত্র ব্যাখ্যা করা যায়?

 ক) চার্লসের সূত্র    খ) বয়েলের সূত্র

গ) গ্রাহামের সূত্র     ঘ) নিউটনের সূত্র

 সঠিক উত্তর: (খ)

৭৩.মিথাইল অরেঞ্জ দ্বারা নিচের কোনটির নির্ণয় করা যায়?

 ক) পানির অম্লত্ব    খ) পানির ক্ষারকত্

 গ) স্থায়ী খরতা     ঘ) অস্থায়ী খরতা

সঠিক উত্তর: (ঘ)

৭৪.গ্যাস অণুসমূহ-

 ক) গতিশীল                   খ) স্থিতিশীল

 গ) অবিভাজ্য                  ঘ) নিষ্কিয়

সঠিক উত্তর: (ক)

৭৫.সূক্ষ্ম দূষক পদার্থসমূহ কোন প্রক্রিয়ায় বায়ুতে মিশে থাকে?

 ক) সালোকসংশ্লেষণ   খ) ব্যাপন

 গ) অভিস্রবণ                  ঘ) ভার্নালাইজেশন

  সঠিক উত্তর: (খ)

৭৬.এ শতাব্দীর শেষ নাগাদ মানুষ ভয়ঙ্কর কোন বিপর্যয়ের সম্মুখীন হবে?

 ক) প্রাকৃতিক                  খ) অর্থনৈতিক 

গ) সামাজিক                   ঘ) কৃত্রিম

 সঠিক উত্তর: (ক)

৭৭.অ্যাভোগেড্রোর ধ্রুবক NA=?

 ক) 6.022×1023   খ) 6.022×1022

 গ) 6.022×1024   ঘ) 6.022×1021

সঠিক উত্তর: (ক)

৭৮.সোডিয়াম ক্লোরাইডের সংকেতে এর ভর কত?

 ক) 5.8         খ) 8.5        গ) 58.5    ঘ) 85.5

 সঠিক উত্তর: (গ)

৭৯.আরহেনিয়াসের আয়নিক মতবাদ কত সালে প্রকাশিত হয়?

 ক) 1788        খ) 1878       গ) 1887    ঘ) 1897

সঠিক উত্তর: (গ)

৮০.অসওয়াল্ড প্রণালিতে প্রভাবক হিসেবে কী ব্যবহার করা হয়?

 ক) প্লাটিনাম                  খ) আয়রন 

গ) ভেনাডিয়াম                 ঘ) নাইট্রিক এসিড

সঠিক উত্তর: (ক)

৮১.কোন প্রক্রিয়াটি স্বত:স্ফূর্তভাবে ঘটে?

 ক) নি:সরণ                   খ) অণুব্যাপন 

গ) ব্যাপন                    ঘ) চাপ

  সঠিক উত্তর: (গ)

৮২.বায়ুর উপাদান হচ্ছে-

i. নাইট্রোজেন

ii. অক্সিজেন

iii. কার্বন ডাইঅক্সাইড 

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) i ও iii 

গ) ii ও iii                   ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৮৩.NOx এর প্রধান উৎস কোনটি?

 ক) জীবাষ্ম জ্বালানি  খ) দাবানল

গ) তাপবিদ্যুৎ কেন্দ্র  ঘ) সালফার নিষ্কাশন

সঠিক উত্তর: (গ)

৮৪.বয়েলের সূত্র পরীক্ষার জন্য কয়টি সমান আয়তনের সিরিঞ্জ নিতে হবে?

 ক) একটি                    খ) দুইটি    

গ) তিনটি                    ঘ) চারটি

 সঠিক উত্তর: (গ)

৮৫.ভূ-পৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যায় ততই বায়ুর কী কমতে থাকে?

 ক) ঘনত্ব                    খ) উপাদান 

গ) তাপমাত্রা                   ঘ) সৌরশক্তি

 সঠিক উত্তর: (ক)

৮৬.লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ের গুটিতে বসবাস করে-

 ক) অ্যাজোব্যাক্টর    খ) সিবায়োটিক জীবাণু

 গ) নাইট্রোব্যাক্টর    ঘ) অ্যামিনো এসিড

সঠিক উত্তর: (খ)

৮৭.অতিবেগুনি রশ্মিকে শোষণ করে কোন স্তরের O3 গ্যাস?

 ক) মেসোস্কিয়ার     খ) ট্রোপোস্ফিয়ার

 গ) স্ট্র্যাটোস্ফিয়ার   ঘ) থার্মোস্ফিয়ার

সঠিক উত্তর: (গ)

৮৮.কোনটির হিমোগ্লোবিনের প্রতি আসক্তি সর্বাধিক?

 ক) CO         খ) O2        গ) NO     ঘ) CO2

 সঠিক উত্তর: (ক)

৮৯.CI3CF এর CO2 এর সাপেক্ষে তাপ ধরে রাখার ক্ষমতা কত?

 ক) 140                     খ) 1400   

গ) 14600                    ঘ) 17000

সঠিক উত্তর: (গ)

৯০.ভারী ধাতু হতে মানবদেহে কোন রোগের সৃষ্টি হয়?

 ক) কলেরা                   খ) টাইফয়েড

 গ) ক্যান্সার                   ঘ) হাম

সঠিক উত্তর: (গ)

৯১.অ্যাভোগেড্রোর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়?

 ক) Z          খ) A         গ) K       ঘ) N

 সঠিক উত্তর: (ঘ)

৯২.জুল থমসন প্রভাব প্রয়োগ করে-

i. গ্যাসকে সংকুচিত করা যায়

ii. গ্যাসের অণুসমূহের আন্ত:কণা আকর্ষণ বৃদ্ধি করা যায়

iii. অণু সমূহের গতিশক্তি বৃদ্ধি করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i         গ) iii       ঘ) ii

সঠিক উত্তর: (ক)

৯৩.গ্যাসের মোট গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার-

 ক) ব্যস্তানুপাতিক    খ) সমানুপাতিক

গ) সমান                     ঘ) বর্গ

সঠিক উত্তর: (খ)

৯৪.বায়ুমন্ডলকে সাধারণত কয়টি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে?

 ক) দুটি         খ) তিনটি       গ) চারটি    ঘ) পাঁচটি

 সঠিক উত্তর: (গ)

৯৫.নির্দিষ্ট তাপমাত্রা ও আয়তনে গ্যাস মিশ্রণের চাপই-

 ক) মোট চাপ                 খ) সর্বোচ্চ চাপ 

গ) সর্বনিম্ন চাপ                 ঘ) আংশিক চাপ

সঠিক উত্তর: (ক)

৯৬.পরমশূন্য তাপমাত্রা কোনটি?

 ক) 2730C                   খ) -2730C 

গ) 00C                      ঘ) 320F

সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:

A+H2→B + CO2→ইউরিয়া।

৯৭.উদ্দীপকের A নিচের কোনটি?

 ক) CH4        খ) N2        গ) NH3     ঘ) s

সঠিক উত্তর: (খ)

৯৮.B যৌগটিতে কত প্রকার বন্ধন বিদ্যমান?

 ক) 1           খ) 2         গ) 3       ঘ) 4

 সঠিক উত্তর: (ক)

৯৯.উদ্দীপকের B পদার্থটি-

i. ক্ষারধর্মী

ii. নািইট্রোজেনের হাইড্রাইড

iii. বজ্রপাতের সময় উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii       খ) iii         গ) i       ঘ) ii

সঠিক উত্তর: (ক)



কোন মন্তব্য নেই

এই ব্লগটি সন্ধান করুন

News

6/xx/grid-small
0
sincostan
sin-1cos-1tan-1πe
xyx3x2ex10x
y√x3√x√xlnlog
()1/x%n!
789+MS
456M+
123×M-
0.EXP÷MR
±RNDC=MC
powered by calculator.net

Pages

Popular Posts

Blogger দ্বারা পরিচালিত.