Green House Gas গ্রিন হাউজ গ্যাস কিভাবে তাপমাত্রা বৃদ্ধি করে
(CH4 , C02 , CFC , N2O , H2O)গ্যাসগুলো ভূ-পৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে ধরে রাখার মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। সূর্য থেকে আসা দৃশ্যমান অঞ্চলের আলাে শােষণ করে ভূ-পৃষ্ঠ উত্তপ্ত হয় । উত্তপ্ত ভূ-পৃষ্ঠ অবলাহিত (IR) রশ্মি আকারে এ বিকিরণ করে। কিন্তু বায়ুমণ্ডলে ভূ-পৃষ্ঠের কাছকাছি থাকা CH4 , CO2, CFC , N2O , H2O (g) - এ গ্যাসগুলাে এ বিকিরিত তাপের সম্পূর্ণ অংশকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। এ গ্যাসগুলা তাদের বন্ধন প্রসারণ এবং বন্ধন কোণ পরিবর্তন জাতীয় কম্পনের জন্য IR রশ্মি শােষণ করে। এতে বায়ুমণ্ডলে তাপ আটকা পড়ে এবং বায়ুমণুডলের তাপমাত্রা বেড়ে যায়। গ্যাসগুলাের শােষিত এ তাপের একটি অংশ বিকিরিত হয়ে ভূ-পূষ্ঠের দিকে ফিরে যায়। এতে ভূ-পূষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। অর্থাৎ, সূর্যরশ্মি থেকে পাওয়া যে শক্তি ভূ-পূষ্ঠে তাপে রূপান্তরিত হয়, তার সবটা বিকিরিত হতে পারে না বলেই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। আর এ তাপ বিকিরিত হতে না পারার মূল কারণ হলাে উদ্দীপকের গ্যাসগুলো তাপ ধরে রাখা।গ্রিন হাউজ তথা কাচের ঘর তাপ ধরে রেখে অনুরূপভাবে তাপমাত্রা বৃদ্ধি করে বলে এ গ্যাসগুলােকে গ্রিন হাউজ গ্যাস বলা হয়।
কোন মন্তব্য নেই