Chemistry Mart

Header ADS

CFC (Chloro Fluro Carbon)সিএফসি গ্যাস ওজোন স্তর ক্ষয় করে


 যে গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী সেটি হলা CFC বা ক্লোরোেফ্লারােকার্বন বা ফ্রিয়ন,

CFC যৌগসমূহ নিষ্ক্রিয় ও অদাহ্য গ্যাসীয় পদার্থ হওয়ায় উৎস থেকে এবং ব্যবহারক্ষেত্র থেকে সহজেই বায়ুমন্ডলে

ছড়িয়ে পড়ে এবং অপরিবর্তিত অবস্থায় স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তরে পৌছে। সেখানে অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC অণুর C-Cl বন্ধন ভেঙে বিজোড় ইলেক্ট্রনযুক্ত ক্লোরিন পরমাণু তথা ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। ক্লোরিন ফ্রি রেডিক্যাল অত্যন্ত সক্রিয় হওয়ায় ওজোন (O3) অণুর সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনােক্সাইড ফ্রি রেডিক্যাল (CIO.) এবং অক্সিজেন অণু (O2) উৎপন্ন করে। এরপর CIO. ফ্রি রেডিক্যাল আবার অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে O2 অণু এবংক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে। যেমন :

  hv

CF2Cl2 → CF2Cl. + CI.


Cl. + O3 → ClO. + 02


02 →0. + O.


CIO. + O. → Cl. + O2


শেষ ধাপে উৎপন্ন Cl. আবার আরেক অণু ওজোনকে আক্রমণ করে। এভাবে শিকলের মত চলতে থাকা বিক্রিয়ার মাধ্যমে  একটি ক্লোরিন পরমাণু লক্ষ লক্ষ ওজোন অণুকে ধ্বংস করে।




কোন মন্তব্য নেই

এই ব্লগটি সন্ধান করুন

News

6/xx/grid-small
0
sincostan
sin-1cos-1tan-1πe
xyx3x2ex10x
y√x3√x√xlnlog
()1/x%n!
789+MS
456M+
123×M-
0.EXP÷MR
±RNDC=MC
powered by calculator.net

Pages

Popular Posts

Blogger দ্বারা পরিচালিত.