Why we use NaOH in Toilet Cleaner but not in Glass Cleaner?
গ্লাস ক্লিনারে কস্টিক সােডা ব্যবহার না করে অ্যামােনিয়া ব্যবহারের কারণ
Cause of Using Ammonia in Glass Cleaner instead of Caustic Soda)
Visit my Channel
https://www.youtube.com/channel/UC85E4M45JyYsYIad5D3Sw3A?sub_confirmation=1
টয়লেট ক্লিনারে কস্টিক সােডা ব্যবহার করা হলেও গ্লাস ক্লিনার এ এর পরিবর্তে অ্যামােনিয়া ব্যবহার করা হয়।
টয়লেট ক্লিনারে রাসায়নিক উপাদান হিসাবে কস্টিক সােডা অথবা এর পরিবর্তে বেকিং সােডা (NaHCO3) ব্যবহার করা হয়। কারণ কস্টিক সােডা তীব্র পরিস্কারক, এটি টয়লেটের গন্ধ দূর করে এবং টাইলস বা ফ্লোরকে মসৃণও চকচকে করে।
ফ্লোর বা টাইলসে কাচের কোনাে উপাদান না থাকায় এটি কোনােরূপ ক্ষতিকারক বিক্রিয়া সম্পন্ন করতে পারেনা।
টয়লেটে মলমূত্র ত্যাগের ফলে এখানে বিভিন্ন ধরনের রােগজীবাণু, ভাইরাস, ব্যাকটেরিরা, ছত্রাকসহ বিভিন্ন ধরনের অণুজীৰ, তেল, গ্রীজ, চর্বিসহ বিভিন্ন ধরনের ভারী ময়লা থাকে। কস্টিক সােডা অত্যন্ত শক্তিশালী ক্ষার ও ক্ষয়কারক।এসব ময়লা দ্রব্যকে অতিসহজে পরিষ্কার করতে পারে, যা কিনা অ্যামােনিয়ার পক্ষে সম্ভব নয়। টয়লেট পরিস্কার করার কাজে ব্যবহৃত ব্রাস কোনােভাবেই NaOH দ্বারা আক্রান্ত হয় না। টয়লেট ক্লিনার ব্যবহারের পর় ব্রাস দিয়ে ভালোমতো পরিষ্কার করে অতিরিক্ত পানি দ্বারা ধুয়ে দিলেই সবধরনের ময়লা পরিষ্কার হয়ে যায়। আর্থিক দিক থেকে বিবেচনা করলে
কস্টিক সােডা, অ্যামােনিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালকোহলের তুলনায় দামে যথেষ্ট পরিমাণে সস্তা।
কোন মন্তব্য নেই